Ajker Patrika

চিরকুট লিখে কুমিল্লায় ইন্টার্ন চিকিৎসকের ‘আত্মহত্যা’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৩: ০৯
চিরকুট লিখে কুমিল্লায় ইন্টার্ন চিকিৎসকের ‘আত্মহত্যা’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিনহাজ উল করীম ভূঁইয়া কুমিল্লা মেডিকেল কলেজের ২৪ ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায়। 

হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ এসব তথ্য নিশ্চিত করেন। 

 ইন্টার্ন চিকিৎসকের কক্ষ থেকে পাওয়া চিরকুটসহকর্মীদের বরাত দিয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, মিনহাজ একা থাকতেন। দরকার না হলে কারও সঙ্গে কথা বলতেন না। 

ওসি বলেন, ‘অ্যাপ্রোন পরা অবস্থায় নিজ কক্ষ থেকে ওই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা—আমার মৃত্যুর জন্য আমি ছাড়া আর কেউ দায়ী নয়।’ 

ওসি আরও জানান, মিনহাজের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত