Ajker Patrika

কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষ, ৪ গুলিবিদ্ধসহ আহত ১৩

নিজস্ব প্রতিবেদক
কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষ, ৪ গুলিবিদ্ধসহ আহত ১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকার স্থানীয় দু-পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কবরস্থানের নিয়ন্ত্রণ দখল নিয়ে এ সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধ ৪ জন হলেন–মো. মাসুদ (২৮), মো. মুরাদ (২৫), মো. ফয়সাল (২৮), ও আবদুল্লাহ কাইছার (৩৯)। মারামারিতে আহত হয়েছেন মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫), ও মো. সামাদ (২২)।

বাকলিয়া থানা-পুলিশ জানায়, সকাল ১০টার দিকে এলাকার বড় মৌলভি কবরস্থানে নতুন সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে স্থানীয় বড় মৌলভি বাড়ির লোকজন ও ইয়াকুব আলীর লোকজনের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, করবস্থানটি বড় মৌলভি নামে এক ব্যক্তি কবরস্থানের নামে ওয়াকফ করেছেন। সেটি সামাজিক কবরস্থান হিসেবেই ব্যবহার করা হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালী ইয়াকুব আলী ‘সামাজিক কবরস্থান’ নামে সাইনবোর্ড টানিয়ে নিয়ন্ত্রণ দখল করেন। স্থানীয়দের অভিযোগ, ইয়াকুব আলী কবর প্রতি ১০ হাজার টাকা করে নেন। এ কারণেই বড় মৌলভি বাড়ির লোকেরা নতুন সাইনবোর্ড লাগাতে যান। এ সময় উভয় পক্ষে তর্কাতর্কি থেকে সংঘর্ষ হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, স্থানীয় দু-পক্ষের বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা যাওয়ার আগেই সেখানে গোলাগুলির ঘটনা হয়েছে বলে শুনেছি। তবে আমরা যাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

আহতদের উদ্ধার করে বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, আহতদের মধ্যে চারজন গুলিবদ্ধ। আর বাকি নয়জন এসেছেন বিভিন্ন ধারালো অস্ত্রের জখম নিয়ে। তবে কারও জীবন সংকটাপন্ন নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত