Ajker Patrika

চকরিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম রুহুল কাদের (৫৪)। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ছেলে শহীদুল ইসলাম (২১) পালিয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করে। রুহুল কাদের স্থানীয় সাবেক ইউপি সদস্য হাজী জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল কাদের নিজের জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। শহীদুল ইসলাম বাড়িতে বেকার ছিলেন। সম্প্রতি বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা নিয়ে বাবা-ছেলের মাঝেমধ্যেই বাগবিতণ্ডা হতো। শনিবার খেতের পাকা ধান কাটার জন্য ভোরে ঘুম থেকে ডেকে দেওয়ার পর বাবা ও ছেলে মধ্যে কথা কাটাকাটি হয়। 

কথা কাটাকাটির পর রুহুল কাদের বাড়ির পাশে গোয়ালঘরে গরুকে খাবার দিতে যান। একপর্যায়ে লাঠি দিয়ে শহীদুল পেছন থেকে তাঁর বাবার মাথায় আঘাত করে। এ সময় রুহুল কাদের মাটিতে লুটিয়ে পড়েন। এরপর শহীদুল বাড়ি থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন রুহুল কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামে নেওয়ার পথেই তিনি মারা যান।

খবর পেয়ে স্থানীয় মাতামুহুরী তদন্তকেন্দ্র এবং চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মাতামুহুরী তদন্তকেন্দ্রের এসআই সাইফুর রহমান মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অভিযুক্ত শহীদুল ইসলাম পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। 

চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, খেতে কাজ করার জন্য ভোরে ঘুম থেকে ডাকার জেরে ছেলের লাঠির আঘাতে রুহুল কাদের মারা গেছেন। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া অভিযুক্ত ছেলেকে আটক করতে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত