Ajker Patrika

ঝালকাঠিতে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় জরিমানা

ঝালকাঠিতে বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি এক্সিট পয়েন্ট না থাকায় অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

জানা যায়, আজ দুপুরে চন্দ্রদীপ ফার্নিচার নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বহুতল ভবনের মালিকদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিযান পরিচালনাকারীরা ভবনের মালিক ও ভাড়াটিয়াদের সতর্ক করে দেন। 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফিরোজ হোসেন বলেন, ঝালকাঠিতে তিনতলা পর্যন্ত ভবনের অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে। পৌর এলাকায় ছয় তলার ওপরের ভবন নির্মাণ করতে হলে ফায়ার সার্ভিসের অনুমতি নিতে হয়। কিন্তু ঝালকাঠির বাসিন্দারা বেশির ভাগই নিয়ম মানছেন না। প্রাথমিকভাবে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরেও আইন অমান্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বহুতল ভবন মালিকদের প্ল্যান বাতিল করা হবে।  

অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডের পরেও মানুষজনের মাঝে সচেতনতা সৃষ্টি হয়নি। বহুতল ভবনে অবশ্যই অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে। 

মো. বশির গাজী আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত