Ajker Patrika

মসজিদের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০: ৩৬
মসজিদের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মসজিদের উন্নয়নকাজের ৮ লাখ ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মামলার বাদী ও মসজিদের দাতা সদস্য মো. আতিকুর রহমান লুইস। তিনি বলেন, গত বৃহস্পতিবার আদালতে তিনি মামলাটি করেছেন। মসজিদের উন্নয়নকাজের টাকার আত্মসাতের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন মুসল্লিরা।

স্থানীয় মুসল্লিরা জানান, মসজিটি ১০০ বছরের পুরোনো। সেখানে নিয়মিত ইবাদত বন্দেগি করে আসছেন বানিয়াবাড়ি গ্রামের মানুষ। দেশের বিভিন্ন স্থানে মসজিদের উন্নয়ন হলেও এই মসজিদটির অবস্থা এখনো প্রায় জরাজীর্ণ। তাই এ মসজিদটির উন্নয়নে উদ্যোগ নেন গ্রামবাসী। এ জন্য চার বছর আগে দানশীল ব্যক্তিবর্গের কাছ থেকে টাকা-পয়সা তুলতে শুরু করে মসজিদ কমিটি। এরই মধ্যে মসজিদ সম্প্রসারণের জন্য জমি কিনে মাটি ভরাট করা হয়। পরে মসজিদ তহবিলের ৮ লাখ ২৪ হাজার টাকা জমা রাখা হয় কমিটির সভাপতি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হকের কাছে। কিন্তু অজ্ঞাত কারণে তিনি ওই টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন।

মসজিদের দাতা সদস্য মো. আতিকুর রহমান লুইস অভিযোগ করেন, টাকা আদায়ের জন্য এলাকায় একাধিকবার সালিস-বৈঠক করেও ফল হয়নি। অবশেষে জামালপুর জুডিশিয়াল আদালতে ডা. ফজলুল হকের বিরুদ্ধে প্রতারণা ও মসজিদের অর্থ আত্মসাতের মামল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত