Ajker Patrika

জেল-জরিমানা দুই ভুয়া চিকিৎসকের

রূপসা প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০: ১৫
জেল-জরিমানা দুই ভুয়া চিকিৎসকের

খুলনার রূপসায় মেডিকেল সার্টিফিকেট ছাড়াই চিকিৎসা করার অপরাধে দুজন চিকিৎসককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‍্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন-পূর্ব রূপসা বাজারের অ্যালোপ্যাথিক চিকিৎসক ডা: এবিএম আতাউর রহমান ও দন্ত চিকিৎসক মো. আলমগীর হোসেন শেখ। গত বুধবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পূর্ব রূপসা বাজার ও ইলাইপুর মোড়ে খুলনার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমীন উর্মির নেতৃত্বে র‍্যাব-৬ গোয়েন্দা টিম এ অভিযান চালায়।

এ সময় রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা: শেখ শফিকুল ইসলামসহ র‍্যাব-৬ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে পূর্ব রূপসা বাজারে মাদারীপুর ক্লিনিকের ব্যানারে এবিএম আতাউর রহমান কোনো ধরনের মেডিকেল সার্টিফিকেট ছাড়াই বিভিন্ন রোগের চিকিৎসার নামে অপচিকিৎসা করে আর্থিক ফায়দা লুটছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব এ সংবাদ জানতে পেরে ক্লিনিকে অভিযান চালায়।

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভুয়া চিকিৎসক এবিএম আতাউর রহমানকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক আতাউর রহমান খুলনা মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডের ইস্পাহানি গলির মৃত ওয়াজেদ আলীর ছেলে।

পরে র‍্যাব একই অভিযোগে উপজেলার ইলাইপুর মোড়ে আঁখি ডেন্টাল কেয়ারে অভিযান চালায়। অভিযানে ভুয়া চিকিৎসক জাবুসা এলাকার মৃত খোকন শেখের ছেলে আলমগীর হোসেন শেখকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত