১ বছরেই লেবু চাষে সফল মাসুদ
নিজের ৪৫ শতাংশ জমিতে লেবুর চাষ শুরু করেন বিশ্বনাথ পৌর এলাকার মাসুদ রাব্বানী মোহন। মাত্র ১ বছরের মাথায় সফলতার দেখা পান তিনি। তাঁর বাগানে এখন বিচিবিহীন, কাগজিসহ বেশ কিছু জাতের লেবুর চাষ হচ্ছে। বিক্রির পাশাপাশি গ্রামের মানুষকে শুভেচ্ছা উপহার হিসেবে লেবু দিয়েছেন মোহন।