ইউএনও এসে পণ্ড করলেন ৫০০ লোকের বউভাতের আয়োজন
বিরাট গেট সাজিয়ে, শামিয়ানা টাঙিয়ে ৫ শ লোকের মধ্যাহ্নভোজের ব্যবস্থা। খোকন মিয়া ও সুনিয়ার বিয়ের বউভাত উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে এত আয়োজন। কিন্তু কঠোর লকডাউনের ৫ম দিনে এমন ধুমদাম করে বিয়ের খবর পেয়ে সেনা বাহিনী ও আনসার সদস্যের নিয়ে উপস্থিত হন ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন