নবগঙ্গা নদীতে খনন চলছে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদীতে খনন চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, আইনগত কোনো বাধা না থাকায় তারা খননকাজ চালাচ্ছেন। আর নড়াইল পানি উন্নয়ন বোর্ডের দাবি, আদালতের কাগজপত্রে কোনো বাধা না থাকায় ঠিকাদারকে খননের অনুমতি দেওয়া হয়েছে।