জ্বরের সিরাপ নয়, প্রেমের জেরে দুই সহোদরের মৃত্যু
জ্বরের সিরাপ খেয়ে নয়, প্রেমের জেরে পরিকল্পিতভাবে দুই শিশু ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানকে (৫) মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছেন মা লিমা বেগম। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেন।