বঙ্গবন্ধু শোষিত জাতিকে শাসকের আসনে বসিয়েছিলেন: সমাজকল্যাণ মন্ত্রী
বাঙালিরা কোনো দিন শাসক ছিল না, তাঁরা ছিল শোষিত। বঙ্গবন্ধু শোষিত জাতিকে শাসকের আসনে বসিয়েছিলেন। বঙ্গবন্ধু মনে-প্রাণে বিশ্বাস করেন আপসকামিতা মৃত্যুর শামিল। বাঙালিরা তাঁর ডাকে সারা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে, বাঁশের লাঠি হাতে নিয়ে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বীর বেশে এ দেশ স্বা