জুয়া খেলার সময় গ্রামবাসীর ধাওয়া, হার্টঅ্যাটাকে মৃত্যু: আটক ৩
দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে হার্টঅ্যাটাকে মো. মোতালেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ওই স্থান থেকে স্থানীয়রা তিন জুয়াড়িকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মির্জাপুর এলাকার শাখা যমুনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।