ভাটায় দেদার পুড়ছে কাঠ
পীরগঞ্জের অর্ধশতাধিক ইটভাটায় দেদার পোড়ানো হচ্ছে কাঠ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করার পর ভাটামালিকেরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। আর অভিযান হবে না, এমন ধারণা থেকে এবং কয়লার দাম বেড়ে যাওয়ায় তাঁরা জ্বালানির জন্য গাছের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।