তিস্তার ভাঙন আতঙ্কে ১৪ গ্রামের বাসিন্দারা
বৃষ্টি আর উজানের ঢলে কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। নদীর তীরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দারা ভাঙন-আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। নদীগর্ভে শেষ আশ্রয়টুকু হারানোর শঙ্কায় থাকা লোকজনের দাবি—ত্রাণ নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তাঁদের ভাঙন থেকে রক্ষা করা হোক।