গুদামভর্তি সার, বিক্রি ডিলারের মর্জিতে
রংপুরের বদরগঞ্জে নানা অজুহাতে সার বিক্রি বন্ধ রাখছেন সরকারি ডিলাররা। তাঁরা বরাদ্দ না পাওয়া, সপ্তাহে কয়েক দিন বিক্রিতে বিরতি দেওয়া ও তদারকি কর্মকর্তা না আসার মতো কারণ দেখিয়ে কৃষকদের সার দিচ্ছেন না। তবে কৃষি বিভাগ দাবি করছে, উপজেলায় সারের কোনো সংকট নেই।