বদরগঞ্জে সরলেন না পাঁচ বিদ্রোহী প্রার্থী
বদরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত। তবে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীর কেউই তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আজ মঙ্গলবার প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনী প্রচারের মাঠে নামার কথা জানিয়েছেন তাঁরা।