বিনা ধানে আগ্রহ
নওগাঁর ধামইরহাটে গত বছর রোপা আমন মৌসুমে বিনা ধান-১৭ চাষ করে ভালো ফলন ও দাম পাওয়ায় এবারও আগেভাগেই কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষাণ-কৃষাণী। বিনা ধান ১৭ খরা সহিষ্ণু ও উচ্চ ফলনশীল। দেখতে অনেকটা জিরাশাইলেরমতো। চাল চিকন হওয়ায় বাজারে দাম ভালো পাওয়া যায়। এ ছাড়া কাটা-মাড়াই শেষে কৃষক ওই জমিতে রবি শস্য সরিষা, সূর