‘হামাগোরক দেখার কেউ নাই, হামরা মরলে কি আর বাঁচলে কি!’
দিনমজুর আব্দুল মোমিন (৪৫)। ৬ জন সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। কাঁচাবাজার করতে এসে তিনি বলেন, ‘মাঠে কাজ নাই। বাড়িতে বসে সময় কাটায়। ঘরে যা মজুত ছিল তাও প্রায় শেষের পথে। এখন পরিবার-পরিজন নিয়ে কিভাবে সংসার চালামু সেটা নিয়েই দুশ্চিন্তাই আছি। সারা দিন কামাই করে ৩০০-৪০০ টাকা পাই। যা দি