ছেলের অপারেশনের ২ লক্ষাধিক টাকা ছিনতাই, অঝোরে কাঁদছেন এক মা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতির ঘটনায় ছেলের অপারেশনের ২ লাখ ২০ হাজার টাকা হারিয়ে অঝোরে কাঁদছেন নুসিয়া (৪৩) নামে এক মা। বাড়ির শেষ সম্বল বিক্রি করে ছেলের অপারেশনের জন্য টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিন্তু রাস্তায় এমন ঘটনা ঘটায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।