বহাল তবিয়তে আছে বড়াল নদীর দখলকারীরা
চারঘাট উপজেলার বুক চিরে বয়ে চলা বড়াল নদী ঘিরে ধরেছে এখানকার দখলদারেরা। বছরের পর বছর সীমানা নির্ধারণ, যৌথ জরিপ, জনবল সংকটসহ বিভিন্ন অজুহাতে অবৈধ নদী দখল উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকার সুযোগে অবৈধ দখলদাররা এখন স্থায়ীভাবে নদী দখল ও ভরাট করে অবৈধ স্থাপনা তৈরি করছে।