নান্দাইল বিটিসিএল কার্যালয় ইট-বালু ব্যবসায়ীদের দখলে
কার্যালয়ের সামনে রাখা হয়েছে ইট, বালু ও খোয়া। আঙিনাজুড়ে এসব নির্মাণসামগ্রী রেখে দখলে নিয়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অরক্ষিত পড়ে রয়েছে ভবন আর আঙিনা। শ্রমিককেরা বলছেন, ইটের খোয়া ভেঙে এক পাশে স্তূপ করে রাখেন তাঁরা। পরে ওখান থেকে অনেকেই নির্মাণসামগ্রী কিনে নিয়ে যান। তবে ব্যবসায়ীদের নাম প্রকাশ করেননি কেউ।