ব্লাস্ট রোগে দুশ্চিন্তায় গাংনীর গমচাষিরা
মেহেরপুরের গাংনীতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গমের হুইট ব্লাষ্ট রোগ। উপজেলার বিভিন্ন মাঠের গমে দেখা দিয়েছে এ রোগ। কৃষকেরা বলছেন, এ রোগে আক্রান্ত হয়ে হঠাৎ করেই গমের কাঁচা শিষ মাথা থেকে শুকিয়ে যাচ্ছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন উপজেলার গমচাষিরা।