হোগলের ‘কৃষ্ণকলি’ রহিমা
আকারের-ইঙ্গিতে, নিঃশব্দে কিংবা শব্দে মানবজীবন ভালোবাসার ছন্দমালায় গাথা। সংস্কৃতিভেদে ভালোবাসা প্রকাশে, ছন্দে ভিন্নতা রয়েছে, তবে ভালোবাসাশূন্য সংস্কৃতি নেই। আজ বিশ্ব ভালোবাসা দিবস। পশ্চিমের দুনিয়ায় যা ভ্যালেন্টাইনস ডে নামে পরিচিত।