ঝর্ণার গলায় জয়ের মালা
ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচনে বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নে ভোট হয়েছে। এখানে ৭ জন চেয়ারম্যান, ২১ জন সংরক্ষিত নারী সদস্য ও ৬৩ জন সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। এঁদের মধ্যে ৩ নম্বর হিজলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ঝর্ণা বিশ্বাসের জয়লাভের চিত্র সম্পূর্ণ ভিন্ন।