এবার বলেশ্বর নদে ডাকাতি, ১০ জেলেকে পিটিয়ে টাকা ও মাছ লুট
বঙ্গোপসাগর সাগর থেকে মাছ শিকার করে ঘাটে যাওয়ার পথে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদে নামবিহীন একটি ট্রলারে ডাকাতির হয়েছে। এ সময় ট্রলারে থাকা মাছ বিক্রির নগদ টাকা, মাছ, তেলসহ রসদ লুট করেছে ডাকাতেরা।