‘যেখানেই পাঠাগার হবে, আমি ১০ হাজার করে দেব’
খুলনা জেলার সুন্দরবন ঘেঁষা উপজেলা পাইকগাছা। চিংড়িচাষের জন্য বিখ্যাত এলাকাটি। অনেকটা অনুন্নত ওই জনপদের সন্তান জি এম এমদাদ। শিক্ষকতা করেন। করেন সাংবাদিকতা। তবে এসবের বাইরে গিয়ে আরও অনেক পরিচয় তাঁর। তিনি একজন গবেষক। খুলনা বেতারের গীতিকার। নিজেও গান করেন। লেখেন নাটক