বোতলজাত পানিরদামে দুধ বিক্রি
দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধের ফলে দুধ বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। বড় বড় দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান, মিষ্টির দোকান ও রেস্তোরাঁ দুধ কেনা কমিয়ে দেওয়া বা বন্ধ রাখায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় খামারিরা অর্ধেক দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।