শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কা
মির্জাপুরে বৃষ্টিতে সরিষাসহ শীতকালীন ফসল আলু, বাঁধাকপি, ফুলকপি, লাউ, শিম, পেঁয়াজের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি এভাবে অব্যাহত থাকলে সরিষা ও আলুর ফলন কমে যাবে বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপজেলায় গত শনিবার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। গতকাল সোমবারও দিনভর বৃষ্টি হয়।