তীব্র শীতে পানবাজারে ধস
তীব্র শীত, কুয়াশায় বরিশালের আগৈলঝাড়ায় পানের বাজারে ধস নেমেছে। ঠান্ডাজনিত কারণে পান গাছে দাগ, শিকড় পচা, পাতাঝরাসহ নানা রোগ দেখা দিয়েছে। এর ফলে দুশ্চিন্তায় পড়েছেন পানচাষি ও ব্যবসায়ীরা। এক সপ্তাহের মধ্যে পানের দাম কমেছে আশঙ্কাজনক হারে।