মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, কারেন্ট জাল, খুঁটি জাল, চরঘেরা জাল, মশারি জালসহ ক্ষতিকর সব ধরনের জাল অপসারণে এই অভিযান চালানো হয়।