চরম ঝুঁকিতে চরের মানুষ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম পাঁচটি চরে নিরাপদ কোনো আশ্রয়কেন্দ্র নেই। এ অবস্থায় চর আবদুল্লাহ, চর গজারিয়া ও তেলির চরে বসবাসকারী নারী ও শিশুসহ প্রায় ১০ হাজার মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের সময় শেষসম্বল ঘরবাড়ি ও গবাদিপশু ছেড়ে আসতে চান না তাঁরা অথচ এই বিশাল জনগোষ্ঠীর জন্য ওই চর