মুহুরী সেতুতে নতুন আশা
ফেনী নদীর ওপর নির্মীয়মাণ মুহুরী সেতু আশা দেখাচ্ছে নোয়াখালী-ফেনী ও চট্টগ্রামের বিপুলসংখ্যক মানুষকে। এই সেতুটি ফেনীর সোনাগাজী উপজেলার পূর্ব শাহপুর গ্রামকে পাশের চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের পাতাকোড গ্রামকে সংযুক্ত করছে। মুহুরী সেতু নির্মাণের ফলে পুরোদমে চালু হবে সোনাপুর-জোরারগঞ্জ সড়ক,