বাস উল্টে নিহত ৫: যাত্রীরা সর্তক করলেও গতি কমাননি চালক
বাস যাত্রী আরজ হোসেন সুমন বলেন, যাত্রাবিরতির আগে গাড়িটির গতি বেপরোয়া থাকায় যাত্রীরা শোর চিৎকার করেছিলেন। কিন্তু চালক শোনেননি। যাত্রা বিরতি শেষে গাড়িটি আবারও বেপরোয়া গতির কারণে চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।