জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, আহত নারীর মৃত্যু
জানা গেছে, দীর্ঘদিন ধরে কুলসুমা বেগমের সঙ্গে ভাশুর ধন মিয়া ও দেবর আরস মিয়ার বাড়ির জায়গাসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল শনিবার সকাল ৭টার দিকে ধন মিয়া, আরস মিয়া, তাঁর ছেলে শাহিন ও সাইফুল মাটিতে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারেন কুলসুমা ও তাঁর মেয়ে নাজমা আক্তারকে। এ সময় তাঁদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে।