মেরিনড্রাইভে পর্যটকেরা ঘুরতে পারবেন ছাদখোলা বাসে
এক পাশে পাহাড় ও অন্য পাশে সাগর। এর মাঝে গেছে মেরিন ড্রাইভ। এ পথে চলতে ফিরতে দেখা মিলে বন্যপ্রাণী-পাখপাখালির হাঁকডাক, সমুদ্রের জলরাশিতে সারি সারি মাছ ধরার ট্রলার, ঝাউবন ও সামুদ্রিক প্রাণীর অবাধ বিচরণ। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার সড়কে এ দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের বিমোহিত করে।