একটি ফ্যান আর বাতির মাসিক বিল সাড়ে ৭৮ হাজার টাকা!
চাঁদপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন পল্লি বিদ্যুতের এক গ্রাহকের ব্যবহৃত মিটারে ১২০ টাকার স্থলে এক মাসে ৭৮ হাজার ৬৭৯ টাকা বিল এসেছে। ভুতুড়ে বিলের ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলা ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের ব্যাপারী বাড়িতে। ভুতুড়ে এই বিলে দিশেহারা ওই পরিবারটি।