পরিত্যক্ত ঘোষণার ২ বছরেও হয়নি ভবন নির্মাণ কাউখালীর পোস্ট অফিস
এক সময় ঘুম ভেঙেই প্রিয়জনের চিঠি পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনত সবাই। কালের বিবর্তনে টেলিফোন, মোবাইল, ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপর মতো মাধ্যম চালু হওয়ায় এখন আর সেই চিঠির অপেক্ষায় থাকতে হয় না।