কাজিকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রলীগ নেতা
পটুয়াখালীর দশমিনায় বিয়ের পর কাজিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান সেরনিয়াবাদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাজিকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।