নেছারাবাদে গলাকাটা খাজনা, মুখ ফিরিয়ে নিচ্ছেন নৌকার ক্রেতারা
হাটে আসা মো. গফুর নামের এক নৌকা ক্রেতা বলেন, ‘আমি ছয় হাজার টাকায় একটি নৌকা কিনেছি। আমার কাছ থেকে ৭২০ টাকা খাজনা নেওয়া হয়েছে, যা শতকরা ১২ শতাংশের বেশি।’ তিনি অভিযোগ করেন, ‘হাটে কোনো নির্ধারিত খাজনার সাইনবোর্ড নেই। ইচ্ছেমতো খাজনা আদায় করা হচ্ছে। এটা আসলে এক ধরনের গলাকাটা খাজনা।’