নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। তবে সার্বিক শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন আগের দিনের চেয়ে কমেছে ৩৫০ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ দেশের দুই পুঁজিবাজারের সব কটি মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে উঠেছে। আর গত তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বাড়ল ২৬২ পয়েন্ট।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৪৫টির, দাম কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির।
ডিএসইতে রোববার মোট ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বৃহস্পতিবারের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫০ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার এবং একমি পেস্টিসাইড।
এ ছাড়া রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬১ পয়েন্ট। সিএসইতে আজ মোট ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনকৃত ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯২টির, দাম কমেছে ৭৭টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
দেশের পুঁজিবাজারে মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। তবে সার্বিক শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন আগের দিনের চেয়ে কমেছে ৩৫০ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ দেশের দুই পুঁজিবাজারের সব কটি মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে উঠেছে। আর গত তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বাড়ল ২৬২ পয়েন্ট।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৪৫টির, দাম কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির।
ডিএসইতে রোববার মোট ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বৃহস্পতিবারের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫০ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার এবং একমি পেস্টিসাইড।
এ ছাড়া রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬১ পয়েন্ট। সিএসইতে আজ মোট ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনকৃত ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯২টির, দাম কমেছে ৭৭টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
দেশের শিল্পকারখানায় চরম গ্যাস-সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় অনেক স্থানে উৎপাদন বন্ধ রয়েছে। আবার কোথাও কোথাও উৎপাদন নেমে এসেছে তিন ভাগের এক ভাগে। শুধু শিল্প নয়, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনেও চলছে গ্যাসের জন্য হাহাকার। গ্রীষ্মে লোডশেডিং কমাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোয় এই সংকট তৈরি হয়েছে বলে
৬ ঘণ্টা আগেহংকংয়ের একটি বিউটি সেলুনের মালিক ক্রিস্টাল এনজি এইচএসবিসি ও ডাহ সিং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তিনি জানান, ২০২৩ সালের শেষদিকে যখন তিনি নতুন অফিসে স্থানান্তর করেন, তখন ব্যাংকগুলোর একটির মাধ্যমে জানতে পারেন, তার নতুন ঠিকানাটি যুক্তরাষ্ট্রের এনটিটি তালিকাভুক্ত। ওই ঠিকানার..
১৫ ঘণ্টা আগেআদানি গ্রুপ আগে বলেছিল, প্রকল্পটি মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু এখন ভারতীয় এই সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, এই ব্যবসা থেকে কতটা চাহিদা তৈরি হবে, বিশেষ করে ভারতের বাজারে, সে সম্পর্কে এখনো অনিশ্চয়তা রয়েছে। এরপরই টাওয়ারের সঙ্গে আলোচনা স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
১৬ ঘণ্টা আগেতিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়ার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিতও এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
২ দিন আগে