বিজ্ঞপ্তি
জাতীয় পর্যায়ে কর্মসংস্থান ব্যাংকের সফলতা দৃশ্যমান না হলেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে উল্লেখযোগ্য রয়েছে। ব্যাংকের খেলাপি ঋণের হার ৩ দশমিক ৬৮ শতাংশ এবং কোনো প্রভিশন ঘাটতি নেই। পূর্ববর্তী বছর থেকে ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মুনাফা অর্জন বৃদ্ধি পেয়েছে। এমন সফলতার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপকদের অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপক সম্মেলনে বক্তারা। এ সময়ে বক্তারা নতুন ঋণ বিতরণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসংস্থান ব্যাংকের ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৫’ গত রোববার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ বলেন, কর্মসংস্থান ব্যাংকের প্রোডাক্টগুলোতে বৈচিত্র্য রয়েছে। তবে শুধু ঋণ বিতরণ করলেই হবে না, গ্রাহকদের কার্যকর তদারকিও করতে হবে। অর্থ দিয়ে ঋণ সহায়তার পাশাপাশি তাঁদের বিপদে–আপদে বন্ধুর পরিচয় দিতে হবে।
কর্মসংস্থান ব্যাংককে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের সম্পদের অভাব রয়েছে, কিন্তু চাহিদা বেশি। আমাদের দিক থেকে ব্যাংকটিকে সহযোগিতা করব। এ ছাড়া দাতা সংস্থা হতে বেশ সাড়া পাচ্ছি।’
এ সময় প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের পরামর্শ এবং কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের দিক নির্দেশনায় নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নতুন ঋণ কর্মসূচি ‘সঞ্চিতা’-এর উদ্বোধন ঘোষণা ও উদ্যোক্তাদের কাছে ঋণের চেক বিতরণ করেন।
সম্মেলনে কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের সকল পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও মাঠপর্যায়ের সব বিভাগীয় প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকসহ অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় পর্যায়ে কর্মসংস্থান ব্যাংকের সফলতা দৃশ্যমান না হলেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে উল্লেখযোগ্য রয়েছে। ব্যাংকের খেলাপি ঋণের হার ৩ দশমিক ৬৮ শতাংশ এবং কোনো প্রভিশন ঘাটতি নেই। পূর্ববর্তী বছর থেকে ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মুনাফা অর্জন বৃদ্ধি পেয়েছে। এমন সফলতার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপকদের অভিনন্দন জানিয়েছেন ব্যবস্থাপক সম্মেলনে বক্তারা। এ সময়ে বক্তারা নতুন ঋণ বিতরণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসংস্থান ব্যাংকের ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৫’ গত রোববার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ বলেন, কর্মসংস্থান ব্যাংকের প্রোডাক্টগুলোতে বৈচিত্র্য রয়েছে। তবে শুধু ঋণ বিতরণ করলেই হবে না, গ্রাহকদের কার্যকর তদারকিও করতে হবে। অর্থ দিয়ে ঋণ সহায়তার পাশাপাশি তাঁদের বিপদে–আপদে বন্ধুর পরিচয় দিতে হবে।
কর্মসংস্থান ব্যাংককে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের সম্পদের অভাব রয়েছে, কিন্তু চাহিদা বেশি। আমাদের দিক থেকে ব্যাংকটিকে সহযোগিতা করব। এ ছাড়া দাতা সংস্থা হতে বেশ সাড়া পাচ্ছি।’
এ সময় প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের পরামর্শ এবং কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের দিক নির্দেশনায় নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নতুন ঋণ কর্মসূচি ‘সঞ্চিতা’-এর উদ্বোধন ঘোষণা ও উদ্যোক্তাদের কাছে ঋণের চেক বিতরণ করেন।
সম্মেলনে কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের সকল পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও মাঠপর্যায়ের সব বিভাগীয় প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকসহ অনেকে উপস্থিত ছিলেন।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় দরপতনের ফলে প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ কমে ৫ হাজার ২০২ পয়েন্টে নেমেছে। এর মধ্য দিয়ে সূচক প্রায় তিন মাস আগের অবস্থানে নেমেছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।
৬ ঘণ্টা আগেরমজান মাস সামনে রেখে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনের চেয়েও বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার মজুত থাকায় এবার আমদানিকারকদের ডলার নিয়ে উদ্বেগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৬ ঘণ্টা আগেঅর্থনীতি যখন টালমাটাল, ব্যবসায়ীরা টিকে থাকার লড়াইয়ে, ঠিক তখনই চট্টগ্রাম বন্দর বাড়িয়েছে মাশুল। ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নতুন হার। এর আগে ১ সেপ্টেম্বর থেকেই ২১টি বেসরকারি কনটেইনার ডিপো বা অফডক বাড়িয়েছে নিজেদের চার্জ। শিপিং এজেন্টরা এখন সেই বাড়তি খরচ আমদানিকারকদের ওপর চাপিয়ে দিচ্ছে।
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের লালদিয়া, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং বে টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরের নিয়োগ চূড়ান্ত পর্যায়ে। নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ডিসেম্বরে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।
৮ ঘণ্টা আগে