নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘একশপ’ বাংলাদেশ ডাক বিভাগের চিলিং এবং ফ্রোজেন সুবিধাসম্পন্ন মেইল প্রসেসিং সেন্টারের মাধ্যমে সারা দেশে পচনশীল দ্রব্য পরিবহন শুরু করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা মেইল প্রসেসিং সেন্টার থেকে প্রথম চালান চট্টগ্রামে পাঠানোর মধ্য দিয়ে এই সেবা চালু হয়। এ উপলক্ষে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে উপস্থিত ছিলেন মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক শাহ্ আলম ভূঁইয়া ও একশপ টিম লিড রেজওয়ানুল হক জামি।
শাহ্ আলম ভূঁইয়া বলেন, ‘পচনশীল দ্রব্য পরিবহনের মাধ্যমে ডাক বিভাগ এক নবদিগন্তের সূচনা করল। নব নির্মিত ১৪টি মেইল প্রসেসিং সেন্টারে চিলার চেম্বার রয়েছে। এর ফলে মাছ, মাংস, শাক সবজি, ফল মূল ইত্যাদি প্রেরণ করা যাবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক অবদান রাখবে চিলার চেম্বার সংবলিত এসব আধুনিক মেইল প্রসেসিং সেন্টার।’
রেজওয়ানুল হক জামি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তব। ডাক বিভাগের এই সুবিধা যাতে সকল স্তরের উদ্যোক্তাদের কাজে লাগে সেই লক্ষ্যে কাজ করবে একশপ।’
তারা জানান, এই প্রক্রিয়ায় ডাক বিভাগ এবং একশপ যৌথভাবে কাজ করবে। বিক্রেতা থেকে পণ্য সংগ্রহ করে প্যাকেজিং করে কাউন্টারে উপস্থাপন করবে একশপ। এরপর এই পণ্য ডাক বিভাগের চ্যানেলের মাধ্যমে নির্ধারিত স্থানে পৌঁছে যাবে অন্য প্রান্তের মেইল প্রসেসিং সেন্টারে। সেখান থেকে হোম ডেলিভারি সুবিধা একশপ প্রদান করবে।
‘একশপ’ বাংলাদেশ ডাক বিভাগের চিলিং এবং ফ্রোজেন সুবিধাসম্পন্ন মেইল প্রসেসিং সেন্টারের মাধ্যমে সারা দেশে পচনশীল দ্রব্য পরিবহন শুরু করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা মেইল প্রসেসিং সেন্টার থেকে প্রথম চালান চট্টগ্রামে পাঠানোর মধ্য দিয়ে এই সেবা চালু হয়। এ উপলক্ষে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে উপস্থিত ছিলেন মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক শাহ্ আলম ভূঁইয়া ও একশপ টিম লিড রেজওয়ানুল হক জামি।
শাহ্ আলম ভূঁইয়া বলেন, ‘পচনশীল দ্রব্য পরিবহনের মাধ্যমে ডাক বিভাগ এক নবদিগন্তের সূচনা করল। নব নির্মিত ১৪টি মেইল প্রসেসিং সেন্টারে চিলার চেম্বার রয়েছে। এর ফলে মাছ, মাংস, শাক সবজি, ফল মূল ইত্যাদি প্রেরণ করা যাবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক অবদান রাখবে চিলার চেম্বার সংবলিত এসব আধুনিক মেইল প্রসেসিং সেন্টার।’
রেজওয়ানুল হক জামি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তব। ডাক বিভাগের এই সুবিধা যাতে সকল স্তরের উদ্যোক্তাদের কাজে লাগে সেই লক্ষ্যে কাজ করবে একশপ।’
তারা জানান, এই প্রক্রিয়ায় ডাক বিভাগ এবং একশপ যৌথভাবে কাজ করবে। বিক্রেতা থেকে পণ্য সংগ্রহ করে প্যাকেজিং করে কাউন্টারে উপস্থাপন করবে একশপ। এরপর এই পণ্য ডাক বিভাগের চ্যানেলের মাধ্যমে নির্ধারিত স্থানে পৌঁছে যাবে অন্য প্রান্তের মেইল প্রসেসিং সেন্টারে। সেখান থেকে হোম ডেলিভারি সুবিধা একশপ প্রদান করবে।
সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের
১ ঘণ্টা আগেহিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তা পেতে যে দেশে পণ্য রপ্তানি করা হবে, কেবল সে দেশ থেকেই মূল্য প্রত্যাবাসন হতে হবে।
২ ঘণ্টা আগেরপ্তানি খাতে নগদ প্রবাহ বাড়ানো ও ব্যবসা সহজ করতে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিমপ্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম ও পণ্য সরবরাহ আরও সহজ হবে।
২ ঘণ্টা আগেইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রাম ও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে গত ৩১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চার সপ্তাহব্যাপী ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রামের অধীনে ‘স্মার্ট পোর্ট ম্যানেজমেন্ট: এমপাওয়ারিং ইকোনমিক প্রোসপারিটি উইথ এআই বুটক্
৩ ঘণ্টা আগে