বিজ্ঞপ্তি
অনেক বছর ধরে এই দিনের জন্যই তো অপেক্ষা করে ছিলেন আবুল হোসাইন। খুব আয়োজন করে ছেলের বিয়ে দেবেন। অবশেষে সেই দিনটি এল। তাই তিনি চাচ্ছিলেন, বাড়িটা রং করাবেন। কিন্তু রং করানো তো আর সহজ কথা নয়। ব্যাপক প্রস্তুতির ব্যাপার, অন্তত কয়েকবার তো কোটিং করাতেই হবে। আর হাতে বেশি সময়ও নেই, খরচাপাতিও অনেক। এই অল্প সময়ে কীভাবে এত কিছু সামলাবেন ভেবে তিনি একটু শঙ্কিতই ছিলেন—
এই গল্পটা হয়তো কাল্পনিক কিন্তু আবুল হোসাইনের মতো বাংলাদেশের প্রতিটি ঘরেই এমন বাবা আছেন, যাঁরাও এমনটাই ভাবেন। কারণ, রং করানোর জন্য কয়েক ধাপে কোটিং, তারপর শুকানো—সব মিলিয়ে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এতে যে খরচ পড়ে, তাতে এই দিকগুলোর কথা তো মাথায় রাখতেই হয়।
তাই তাদের কথা চিন্তা করেই বার্জার পেইন্টস নিয়ে এসেছে ওয়ান কোট ইমালশন। এটি একই সঙ্গে যেমন কাজের গুণগত মান অটুট রাখে, তেমনি সময় বাঁচায়, এমনকি ব্যয়ের দিক বিবেচনা করলেও সাশ্রয়ী। নিখুঁত ও মসৃণ ফিনিশের জন্য গতানুগতিক পেইন্টসের মতো একাধিক কোটেরও প্রয়োজন নেই। ওয়ান কোট ইমালশন শুধু একবার ব্যবহারই যথেষ্ট। একটি কোটেই পুরো দেয়াল কভার করা যায় বলে একাধিক লেয়ারেরও প্রয়োজন হয় না। ফলে অপেক্ষাকৃত কম সময় ও অল্প খরচে পরিপাটি ও সুন্দরভাবে রং করাতে ওয়ান কোট ইমালশন জুড়িহীন।
এ ছাড়া ওয়ান কোট ইমালশনে পুরো এরিয়া কভার করতে যেহেতু একটি কোটই যথেষ্ট এবং কভারেজও দেয় ১৫ শতাংশ বেশি। তাই সময়, পরিমাণ ও খরচ—সবদিকেই এটি সাশ্রয়ী, একই সঙ্গে পরিবেশবান্ধবও।
নতুন এই পণ্যের বাজারজাত নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে বলেন, ‘বার্জার সব সময় উদ্ভাবনে বিশ্বাসী এবং গ্রাহকের সমস্যা সমাধানে আন্তরিক ও সচেষ্ট। ওয়ান কোট ইমালশন প্রজেক্টটিও এরই ধারাবাহিকতার একটি নতুন সংযোজনমাত্র। এটি গ্রাহকদের চাহিদা যথেষ্ট ভালোভাবে পূরণ করে যাচ্ছে এবং আমরাও মার্কেট লিডার হিসেবে তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনাকেই সব সময় প্রাধান্য দিয়ে এসেছি। আমি গর্বিত যে আমরা আমাদের এই দৃষ্টিভঙ্গির প্রতি সব সময় সৎ থাকতে পেরেছি।’
পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে একটি বিশ্বস্ত নাম বার্জার পেইন্টস। এই দীর্ঘ সময়ে যুগের প্রয়োজনীয়তার সঙ্গে তাল মিলিয়ে সবার প্রয়োজনীয়তার দিকে খেয়াল রেখে এসেছি আমরা। ওয়ান কোট ইমালশনও এমনই একটি উদ্যোগ। এটি রঙের কাজকে যেমন দ্রুত, সহজ এবং আগের চেয়ে আরও সুবিধাজনক করেছে, তেমনি এর সিঙ্গেল-কোট কভারেজ, দীর্ঘস্থায়ী ও সাশ্রয়ী প্রযুক্তি ইন্টেরিয়র পেইন্টিংয়ে এনে দিয়েছে নতুন মাত্রা।
অনেক বছর ধরে এই দিনের জন্যই তো অপেক্ষা করে ছিলেন আবুল হোসাইন। খুব আয়োজন করে ছেলের বিয়ে দেবেন। অবশেষে সেই দিনটি এল। তাই তিনি চাচ্ছিলেন, বাড়িটা রং করাবেন। কিন্তু রং করানো তো আর সহজ কথা নয়। ব্যাপক প্রস্তুতির ব্যাপার, অন্তত কয়েকবার তো কোটিং করাতেই হবে। আর হাতে বেশি সময়ও নেই, খরচাপাতিও অনেক। এই অল্প সময়ে কীভাবে এত কিছু সামলাবেন ভেবে তিনি একটু শঙ্কিতই ছিলেন—
এই গল্পটা হয়তো কাল্পনিক কিন্তু আবুল হোসাইনের মতো বাংলাদেশের প্রতিটি ঘরেই এমন বাবা আছেন, যাঁরাও এমনটাই ভাবেন। কারণ, রং করানোর জন্য কয়েক ধাপে কোটিং, তারপর শুকানো—সব মিলিয়ে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এতে যে খরচ পড়ে, তাতে এই দিকগুলোর কথা তো মাথায় রাখতেই হয়।
তাই তাদের কথা চিন্তা করেই বার্জার পেইন্টস নিয়ে এসেছে ওয়ান কোট ইমালশন। এটি একই সঙ্গে যেমন কাজের গুণগত মান অটুট রাখে, তেমনি সময় বাঁচায়, এমনকি ব্যয়ের দিক বিবেচনা করলেও সাশ্রয়ী। নিখুঁত ও মসৃণ ফিনিশের জন্য গতানুগতিক পেইন্টসের মতো একাধিক কোটেরও প্রয়োজন নেই। ওয়ান কোট ইমালশন শুধু একবার ব্যবহারই যথেষ্ট। একটি কোটেই পুরো দেয়াল কভার করা যায় বলে একাধিক লেয়ারেরও প্রয়োজন হয় না। ফলে অপেক্ষাকৃত কম সময় ও অল্প খরচে পরিপাটি ও সুন্দরভাবে রং করাতে ওয়ান কোট ইমালশন জুড়িহীন।
এ ছাড়া ওয়ান কোট ইমালশনে পুরো এরিয়া কভার করতে যেহেতু একটি কোটই যথেষ্ট এবং কভারেজও দেয় ১৫ শতাংশ বেশি। তাই সময়, পরিমাণ ও খরচ—সবদিকেই এটি সাশ্রয়ী, একই সঙ্গে পরিবেশবান্ধবও।
নতুন এই পণ্যের বাজারজাত নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে বলেন, ‘বার্জার সব সময় উদ্ভাবনে বিশ্বাসী এবং গ্রাহকের সমস্যা সমাধানে আন্তরিক ও সচেষ্ট। ওয়ান কোট ইমালশন প্রজেক্টটিও এরই ধারাবাহিকতার একটি নতুন সংযোজনমাত্র। এটি গ্রাহকদের চাহিদা যথেষ্ট ভালোভাবে পূরণ করে যাচ্ছে এবং আমরাও মার্কেট লিডার হিসেবে তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনাকেই সব সময় প্রাধান্য দিয়ে এসেছি। আমি গর্বিত যে আমরা আমাদের এই দৃষ্টিভঙ্গির প্রতি সব সময় সৎ থাকতে পেরেছি।’
পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে একটি বিশ্বস্ত নাম বার্জার পেইন্টস। এই দীর্ঘ সময়ে যুগের প্রয়োজনীয়তার সঙ্গে তাল মিলিয়ে সবার প্রয়োজনীয়তার দিকে খেয়াল রেখে এসেছি আমরা। ওয়ান কোট ইমালশনও এমনই একটি উদ্যোগ। এটি রঙের কাজকে যেমন দ্রুত, সহজ এবং আগের চেয়ে আরও সুবিধাজনক করেছে, তেমনি এর সিঙ্গেল-কোট কভারেজ, দীর্ঘস্থায়ী ও সাশ্রয়ী প্রযুক্তি ইন্টেরিয়র পেইন্টিংয়ে এনে দিয়েছে নতুন মাত্রা।
বছরের পর বছর বিমা কোম্পানির দরজায় ঘুরেও টাকার দেখা পাচ্ছেন না গ্রাহকেরা। একসময় ভবিষ্যতের ভরসা ছিল এই খাত, এখন সেটিই পরিণত হয়েছে আস্থাহীনতার প্রতীকে। দেশের বিমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের আটকে আছে ৭ হাজার কোটি টাকা, অথচ বেশির ভাগ প্রতিষ্ঠানই নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধ করছে না।
৩ ঘণ্টা আগেসভায় স্বাগত বক্তব্যে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, অর্থনীতির দ্রুতবর্ধনশীল ও সম্ভাবনাময় হালাল খাতের বৈশ্বিক বাজার আগামী ২০৩৪ সালের মধ্যে ৯ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। অথচ বাংলাদেশ মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের হালাল পণ্য রপ্তানি করে, যার বেশির ভাগ কৃষিভিত্তিক। হালাল
১৮ ঘণ্টা আগেরপ্তানি করে না—এমন প্রতিষ্ঠান পাঁচটি শর্ত পূরণের মাধ্যমে প্রকৃত রপ্তানিকারকের কাছে পণ্য বা সেবা সরবরাহ করলে তা ‘প্রচ্ছন্ন রপ্তানি’ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রযোজ্য হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১৯ ঘণ্টা আগেরিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী এবং রিলায়েন্স পাওয়ার লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা অশোক কুমার পাল গ্রেপ্তার হয়েছেন। ১৭ হাজার কোটি রুপির বেশি ব্যাংকঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
১ দিন আগে