বিজ্ঞপ্তি
অনেক বছর ধরে এই দিনের জন্যই তো অপেক্ষা করে ছিলেন আবুল হোসাইন। খুব আয়োজন করে ছেলের বিয়ে দেবেন। অবশেষে সেই দিনটি এল। তাই তিনি চাচ্ছিলেন, বাড়িটা রং করাবেন। কিন্তু রং করানো তো আর সহজ কথা নয়। ব্যাপক প্রস্তুতির ব্যাপার, অন্তত কয়েকবার তো কোটিং করাতেই হবে। আর হাতে বেশি সময়ও নেই, খরচাপাতিও অনেক। এই অল্প সময়ে কীভাবে এত কিছু সামলাবেন ভেবে তিনি একটু শঙ্কিতই ছিলেন—
এই গল্পটা হয়তো কাল্পনিক কিন্তু আবুল হোসাইনের মতো বাংলাদেশের প্রতিটি ঘরেই এমন বাবা আছেন, যাঁরাও এমনটাই ভাবেন। কারণ, রং করানোর জন্য কয়েক ধাপে কোটিং, তারপর শুকানো—সব মিলিয়ে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এতে যে খরচ পড়ে, তাতে এই দিকগুলোর কথা তো মাথায় রাখতেই হয়।
তাই তাদের কথা চিন্তা করেই বার্জার পেইন্টস নিয়ে এসেছে ওয়ান কোট ইমালশন। এটি একই সঙ্গে যেমন কাজের গুণগত মান অটুট রাখে, তেমনি সময় বাঁচায়, এমনকি ব্যয়ের দিক বিবেচনা করলেও সাশ্রয়ী। নিখুঁত ও মসৃণ ফিনিশের জন্য গতানুগতিক পেইন্টসের মতো একাধিক কোটেরও প্রয়োজন নেই। ওয়ান কোট ইমালশন শুধু একবার ব্যবহারই যথেষ্ট। একটি কোটেই পুরো দেয়াল কভার করা যায় বলে একাধিক লেয়ারেরও প্রয়োজন হয় না। ফলে অপেক্ষাকৃত কম সময় ও অল্প খরচে পরিপাটি ও সুন্দরভাবে রং করাতে ওয়ান কোট ইমালশন জুড়িহীন।
এ ছাড়া ওয়ান কোট ইমালশনে পুরো এরিয়া কভার করতে যেহেতু একটি কোটই যথেষ্ট এবং কভারেজও দেয় ১৫ শতাংশ বেশি। তাই সময়, পরিমাণ ও খরচ—সবদিকেই এটি সাশ্রয়ী, একই সঙ্গে পরিবেশবান্ধবও।
নতুন এই পণ্যের বাজারজাত নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে বলেন, ‘বার্জার সব সময় উদ্ভাবনে বিশ্বাসী এবং গ্রাহকের সমস্যা সমাধানে আন্তরিক ও সচেষ্ট। ওয়ান কোট ইমালশন প্রজেক্টটিও এরই ধারাবাহিকতার একটি নতুন সংযোজনমাত্র। এটি গ্রাহকদের চাহিদা যথেষ্ট ভালোভাবে পূরণ করে যাচ্ছে এবং আমরাও মার্কেট লিডার হিসেবে তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনাকেই সব সময় প্রাধান্য দিয়ে এসেছি। আমি গর্বিত যে আমরা আমাদের এই দৃষ্টিভঙ্গির প্রতি সব সময় সৎ থাকতে পেরেছি।’
পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে একটি বিশ্বস্ত নাম বার্জার পেইন্টস। এই দীর্ঘ সময়ে যুগের প্রয়োজনীয়তার সঙ্গে তাল মিলিয়ে সবার প্রয়োজনীয়তার দিকে খেয়াল রেখে এসেছি আমরা। ওয়ান কোট ইমালশনও এমনই একটি উদ্যোগ। এটি রঙের কাজকে যেমন দ্রুত, সহজ এবং আগের চেয়ে আরও সুবিধাজনক করেছে, তেমনি এর সিঙ্গেল-কোট কভারেজ, দীর্ঘস্থায়ী ও সাশ্রয়ী প্রযুক্তি ইন্টেরিয়র পেইন্টিংয়ে এনে দিয়েছে নতুন মাত্রা।
অনেক বছর ধরে এই দিনের জন্যই তো অপেক্ষা করে ছিলেন আবুল হোসাইন। খুব আয়োজন করে ছেলের বিয়ে দেবেন। অবশেষে সেই দিনটি এল। তাই তিনি চাচ্ছিলেন, বাড়িটা রং করাবেন। কিন্তু রং করানো তো আর সহজ কথা নয়। ব্যাপক প্রস্তুতির ব্যাপার, অন্তত কয়েকবার তো কোটিং করাতেই হবে। আর হাতে বেশি সময়ও নেই, খরচাপাতিও অনেক। এই অল্প সময়ে কীভাবে এত কিছু সামলাবেন ভেবে তিনি একটু শঙ্কিতই ছিলেন—
এই গল্পটা হয়তো কাল্পনিক কিন্তু আবুল হোসাইনের মতো বাংলাদেশের প্রতিটি ঘরেই এমন বাবা আছেন, যাঁরাও এমনটাই ভাবেন। কারণ, রং করানোর জন্য কয়েক ধাপে কোটিং, তারপর শুকানো—সব মিলিয়ে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এতে যে খরচ পড়ে, তাতে এই দিকগুলোর কথা তো মাথায় রাখতেই হয়।
তাই তাদের কথা চিন্তা করেই বার্জার পেইন্টস নিয়ে এসেছে ওয়ান কোট ইমালশন। এটি একই সঙ্গে যেমন কাজের গুণগত মান অটুট রাখে, তেমনি সময় বাঁচায়, এমনকি ব্যয়ের দিক বিবেচনা করলেও সাশ্রয়ী। নিখুঁত ও মসৃণ ফিনিশের জন্য গতানুগতিক পেইন্টসের মতো একাধিক কোটেরও প্রয়োজন নেই। ওয়ান কোট ইমালশন শুধু একবার ব্যবহারই যথেষ্ট। একটি কোটেই পুরো দেয়াল কভার করা যায় বলে একাধিক লেয়ারেরও প্রয়োজন হয় না। ফলে অপেক্ষাকৃত কম সময় ও অল্প খরচে পরিপাটি ও সুন্দরভাবে রং করাতে ওয়ান কোট ইমালশন জুড়িহীন।
এ ছাড়া ওয়ান কোট ইমালশনে পুরো এরিয়া কভার করতে যেহেতু একটি কোটই যথেষ্ট এবং কভারেজও দেয় ১৫ শতাংশ বেশি। তাই সময়, পরিমাণ ও খরচ—সবদিকেই এটি সাশ্রয়ী, একই সঙ্গে পরিবেশবান্ধবও।
নতুন এই পণ্যের বাজারজাত নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে বলেন, ‘বার্জার সব সময় উদ্ভাবনে বিশ্বাসী এবং গ্রাহকের সমস্যা সমাধানে আন্তরিক ও সচেষ্ট। ওয়ান কোট ইমালশন প্রজেক্টটিও এরই ধারাবাহিকতার একটি নতুন সংযোজনমাত্র। এটি গ্রাহকদের চাহিদা যথেষ্ট ভালোভাবে পূরণ করে যাচ্ছে এবং আমরাও মার্কেট লিডার হিসেবে তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনাকেই সব সময় প্রাধান্য দিয়ে এসেছি। আমি গর্বিত যে আমরা আমাদের এই দৃষ্টিভঙ্গির প্রতি সব সময় সৎ থাকতে পেরেছি।’
পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে একটি বিশ্বস্ত নাম বার্জার পেইন্টস। এই দীর্ঘ সময়ে যুগের প্রয়োজনীয়তার সঙ্গে তাল মিলিয়ে সবার প্রয়োজনীয়তার দিকে খেয়াল রেখে এসেছি আমরা। ওয়ান কোট ইমালশনও এমনই একটি উদ্যোগ। এটি রঙের কাজকে যেমন দ্রুত, সহজ এবং আগের চেয়ে আরও সুবিধাজনক করেছে, তেমনি এর সিঙ্গেল-কোট কভারেজ, দীর্ঘস্থায়ী ও সাশ্রয়ী প্রযুক্তি ইন্টেরিয়র পেইন্টিংয়ে এনে দিয়েছে নতুন মাত্রা।
কর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
২ ঘণ্টা আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
২ ঘণ্টা আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
২ ঘণ্টা আগেদেশে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও বিদেশি উন্নয়ন সহযোগীদের প্রকল্প ঋণের প্রতিশ্রুতি আশঙ্কাজনক হারে কমেছে। বিপরীতে পুরোনো ঋণ পরিশোধের চাপ বেড়েছে।
২ ঘণ্টা আগে