নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি গ্রীষ্মে দুবাইয়ে অবকাশ যাপনকারীদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। রিটার্ন টিকিটসহ এয়ারলাইনটিতে ভ্রমণকারী যাত্রীরা দুবাইয়ের শীর্ষ চারটি আকর্ষণে বিনা মূল্যে প্রবেশাধিকার পাবেন। এই আকর্ষণগুলোর মধ্যে রয়েছে দি ভিউ এট দা পাম, আয়া ইউনিভার্স, দুবাই পার্কস এন্ড রিসোর্টস এবং ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্ক।
এই সুবিধা পেতে হলে যাত্রীদের ২২ মে থেকে ১১ জুনের মধ্যে টিকিট কেনা ও ২৫ মে থেকে ৩১ আগস্টের মধ্যে দুবাই ভ্রমণ করতে হবে। এমিরেটস অনলাইন, অ্যাপ, ট্রাভেল এজেন্ট, টিকিট অফিস বা কন্টাক্ট সেন্টারের মাধ্যমে যাত্রীদের প্রতিটি আকর্ষণের জন্য আলাদা ইউনিক অ্যাকসেস কোড নিতে হবে।
এ ছাড়াও ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এমিরেটস যাত্রীরা তাদের ‘মাই এমিরেটস পাস’ এর সাহায্যে বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট, অবকাশ কেন্দ্রসহ অন্যান্য স্থানে অভাবনীয় মূল্যছাড় সুবিধা পাবেন। মাই এমিরেটস পাস মূলত যাত্রীর ফিজিক্যাল বা ডিজিটাল বোর্ডিং পাস এবং যেকোনো একটি বৈধ পরিচয়পত্র।
চলতি গ্রীষ্মেও দুবাইয়ে সামার সারপ্রাইজ উপভোগ করতে পারবেন। ২৮ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ভ্রমণকারীদের জন্য থাকবে অত্যন্ত আকর্ষণীয় শপিং অফার, বিশ্ব নন্দিত তারকাদের কনসার্ট এবং অবিশ্বাস্য সব বিনোদন প্রোগ্রাম। দুবাই সামার সারপ্রাইজের সুবিধাগুলোর মধ্যে এমিরেটস পাস ব্যবহার করা যাবে।
এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ এর সদস্যরা এয়ারলাইনটির পার্টনার হোটেল, এয়ারলাইন, কার রেন্টাল, রিটেইল ও ব্যাংকিং সেবা ব্যবহার করলে, তার বিপরীতে মাইল (পয়েন্ট) অর্জন করতে পারবেন, যা ব্যবহার করে পরবর্তীতে এয়ার টিকিট, আপগ্রেড, বিভিন্ন কনসার্ট ও স্পোর্টস প্রোগ্রামের টিকিট পুরস্কার হিসেবে পেতে পারেন।
ঢাকার এমিরেটস হলিডেজের মাধ্যমে বুক করলে, ভ্রমণকারীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই বুকিংগুলো অপেক্ষাকৃত ফ্লেক্সিবল এবং অবকাশ যাপনকালে গ্রাহকদের প্রতিটি মুহূর্তে ব্যক্তিকেন্দ্রিক সেবা দেওয়া হবে। স্কাইওয়ার্ডস সদস্যদের দেওয়া হবে অতিরিক্ত পয়েন্ট।
এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণি’ সেবা অফার করে।
চলতি গ্রীষ্মে দুবাইয়ে অবকাশ যাপনকারীদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। রিটার্ন টিকিটসহ এয়ারলাইনটিতে ভ্রমণকারী যাত্রীরা দুবাইয়ের শীর্ষ চারটি আকর্ষণে বিনা মূল্যে প্রবেশাধিকার পাবেন। এই আকর্ষণগুলোর মধ্যে রয়েছে দি ভিউ এট দা পাম, আয়া ইউনিভার্স, দুবাই পার্কস এন্ড রিসোর্টস এবং ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্ক।
এই সুবিধা পেতে হলে যাত্রীদের ২২ মে থেকে ১১ জুনের মধ্যে টিকিট কেনা ও ২৫ মে থেকে ৩১ আগস্টের মধ্যে দুবাই ভ্রমণ করতে হবে। এমিরেটস অনলাইন, অ্যাপ, ট্রাভেল এজেন্ট, টিকিট অফিস বা কন্টাক্ট সেন্টারের মাধ্যমে যাত্রীদের প্রতিটি আকর্ষণের জন্য আলাদা ইউনিক অ্যাকসেস কোড নিতে হবে।
এ ছাড়াও ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এমিরেটস যাত্রীরা তাদের ‘মাই এমিরেটস পাস’ এর সাহায্যে বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট, অবকাশ কেন্দ্রসহ অন্যান্য স্থানে অভাবনীয় মূল্যছাড় সুবিধা পাবেন। মাই এমিরেটস পাস মূলত যাত্রীর ফিজিক্যাল বা ডিজিটাল বোর্ডিং পাস এবং যেকোনো একটি বৈধ পরিচয়পত্র।
চলতি গ্রীষ্মেও দুবাইয়ে সামার সারপ্রাইজ উপভোগ করতে পারবেন। ২৮ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ভ্রমণকারীদের জন্য থাকবে অত্যন্ত আকর্ষণীয় শপিং অফার, বিশ্ব নন্দিত তারকাদের কনসার্ট এবং অবিশ্বাস্য সব বিনোদন প্রোগ্রাম। দুবাই সামার সারপ্রাইজের সুবিধাগুলোর মধ্যে এমিরেটস পাস ব্যবহার করা যাবে।
এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ এর সদস্যরা এয়ারলাইনটির পার্টনার হোটেল, এয়ারলাইন, কার রেন্টাল, রিটেইল ও ব্যাংকিং সেবা ব্যবহার করলে, তার বিপরীতে মাইল (পয়েন্ট) অর্জন করতে পারবেন, যা ব্যবহার করে পরবর্তীতে এয়ার টিকিট, আপগ্রেড, বিভিন্ন কনসার্ট ও স্পোর্টস প্রোগ্রামের টিকিট পুরস্কার হিসেবে পেতে পারেন।
ঢাকার এমিরেটস হলিডেজের মাধ্যমে বুক করলে, ভ্রমণকারীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই বুকিংগুলো অপেক্ষাকৃত ফ্লেক্সিবল এবং অবকাশ যাপনকালে গ্রাহকদের প্রতিটি মুহূর্তে ব্যক্তিকেন্দ্রিক সেবা দেওয়া হবে। স্কাইওয়ার্ডস সদস্যদের দেওয়া হবে অতিরিক্ত পয়েন্ট।
এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণি’ সেবা অফার করে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে নিয়মবহির্ভূতভাবে বাড়তি দামে ডলার বিক্রি করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। ডলার কারসাজির মাধ্যমে ব্যাংকটির ঢাকা প্রধান কার্যালয়, উত্তরাসহ কয়েকটি শাখায় গ্রাহকের কাছ থেকে প্রায় ৮৫ কোটি টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
৮ ঘণ্টা আগেসরকার কর ও শুল্কছাড়ের মাধ্যমে বাজারে পণ্যের দাম কমানোর চেষ্টা করলেও তা কার্যত সাধারণ ভোক্তার দামের বোঝা কমাতে পারেনি। গত অর্থবছরে ভোজ্যতেল, মোবাইল ফোন, পোলট্রি, ফ্রিজ, এসি উৎপাদনের উপকরণসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকা শুল্কছাড় দেওয়া হয়েছে। সরকারের যুক্তি ছিল, এতে ভোক্তারা কম দামে পণ্য পাবে।
৯ ঘণ্টা আগেদেশের বিমা খাত ডিজিটালাইজেশনে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে রয়েছে। তবে গত বছর পিছিয়ে থাকা নেপাল এখন বাংলাদেশের সমপর্যায়ে পৌঁছেছে। গতকাল বুধবার ‘বিমা খাতের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও
৯ ঘণ্টা আগেবাংলাদেশের তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা দ্রুত বাড়ছে। গত এক মাসে ১০টি কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল বুধবার একসঙ্গে পাঁচটি কারখানা নতুন সনদ অর্জন করেছে।
৯ ঘণ্টা আগে