Ajker Patrika

এসঅ্যান্ডপি গ্লোবাল মেটাল অ্যাওয়ার্ডের ফাইনালিস্ট জিপিএইচ ইস্পাত

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৭: ০২
এসঅ্যান্ডপি গ্লোবাল মেটাল অ্যাওয়ার্ডের ফাইনালিস্ট জিপিএইচ ইস্পাত

বাংলাদেশের জিপিএইচ ইস্পাত লিমিটেড এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস ২০২২-এ ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছে। অর্জনের অগ্রযাত্রায় বিশ্বজুড়ে গর্বের এই স্বীকৃতি বিশ্বসেরা জিপিএইচ ইস্পাতের দৃঢ়তায় এনেছে নতুন অনুপ্রেরণা। 

জিপিএইচ ইস্পাত এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস এর ১০ তম আসরে “ইন্ডাস্ট্রি লিডারশিপ অ্যাওয়ার্ড: স্টিল” ক্যাটাগরিতে টানা দ্বিতীয় বছর এবং “ধাতু ও খনি শিল্পের জন্য নতুন প্রযুক্তি” ক্যাটাগরিতে প্রথমবারের মতো ফাইনাল রাউন্ডের জন্য মনোনয়ন অর্জন করেছে। 

যুক্তরাজ্যের লন্ডনে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। 

ধাতু-শিল্প সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বে এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস এর আয়োজন সম্পন্ন হয়। সেরাদের কর্মক্ষমতা এবং বিভিন্ন পর্যায়ে ধাতু ও খনি শিল্পে অবদানের স্বীকৃতিতে অনুষ্ঠিত হয় বিশেষ সম্মাননা প্রদানের এই আয়োজন। প্রাক্তন নিয়ন্ত্রক, শীর্ষস্থানীয় ধাতু-শিল্প প্রতিষ্ঠানসমূহের সাবেক প্রধান, প্রখ্যাত শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ধাতু বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত প্যানেল কর্তৃক চূড়ান্ত প্রতিযোগীরা নির্বাচিত হয়। 

জিপিএইচ ইস্পাত যে দুই ক্যাটাগরিতে মনোনীত হয়েছে সেখানে জিপিএইচ ইস্পাতের সঙ্গে বিজয়ী হওয়ার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে বৃহদায়তন ইস্পাত শিল্প প্রতিষ্ঠান, যেখানে “ইন্ডাস্ট্রি লিডারশিপ অ্যাওয়ার্ড: স্টিল” ক্যাটাগরিতে POSCO, NUCOR, JSW STEEL, GERDAU ও অন্যান্যরা এবং “ধাতু ও খনি শিল্পের জন্য নতুন প্রযুক্তি” ক্যাটাগরিতে ALCOA, EVERGUARD, JSW STEEL-সহ আরও বিশ্বনন্দিত সব প্রতিষ্ঠান রয়েছে। 

মার্কেট শেয়ারের বিচারে POSCO, NUCOR ও JSW STEEL যথাক্রমে বিশ্বের ৬ ষ্ঠ, ১৫ তম ও ১৯ তম বৃহৎ ধাতু-শিল্প প্রতিষ্ঠান। গর্বের এই মনোনয়নের ফলে জিপিএইচ ইস্পাত আজ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে মাথা উঁচু করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত