বাংলাদেশের জিপিএইচ ইস্পাত লিমিটেড এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস ২০২২-এ ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছে। অর্জনের অগ্রযাত্রায় বিশ্বজুড়ে গর্বের এই স্বীকৃতি বিশ্বসেরা জিপিএইচ ইস্পাতের দৃঢ়তায় এনেছে নতুন অনুপ্রেরণা।
জিপিএইচ ইস্পাত এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস এর ১০ তম আসরে “ইন্ডাস্ট্রি লিডারশিপ অ্যাওয়ার্ড: স্টিল” ক্যাটাগরিতে টানা দ্বিতীয় বছর এবং “ধাতু ও খনি শিল্পের জন্য নতুন প্রযুক্তি” ক্যাটাগরিতে প্রথমবারের মতো ফাইনাল রাউন্ডের জন্য মনোনয়ন অর্জন করেছে।
যুক্তরাজ্যের লন্ডনে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ধাতু-শিল্প সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বে এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস এর আয়োজন সম্পন্ন হয়। সেরাদের কর্মক্ষমতা এবং বিভিন্ন পর্যায়ে ধাতু ও খনি শিল্পে অবদানের স্বীকৃতিতে অনুষ্ঠিত হয় বিশেষ সম্মাননা প্রদানের এই আয়োজন। প্রাক্তন নিয়ন্ত্রক, শীর্ষস্থানীয় ধাতু-শিল্প প্রতিষ্ঠানসমূহের সাবেক প্রধান, প্রখ্যাত শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ধাতু বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত প্যানেল কর্তৃক চূড়ান্ত প্রতিযোগীরা নির্বাচিত হয়।
জিপিএইচ ইস্পাত যে দুই ক্যাটাগরিতে মনোনীত হয়েছে সেখানে জিপিএইচ ইস্পাতের সঙ্গে বিজয়ী হওয়ার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে বৃহদায়তন ইস্পাত শিল্প প্রতিষ্ঠান, যেখানে “ইন্ডাস্ট্রি লিডারশিপ অ্যাওয়ার্ড: স্টিল” ক্যাটাগরিতে POSCO, NUCOR, JSW STEEL, GERDAU ও অন্যান্যরা এবং “ধাতু ও খনি শিল্পের জন্য নতুন প্রযুক্তি” ক্যাটাগরিতে ALCOA, EVERGUARD, JSW STEEL-সহ আরও বিশ্বনন্দিত সব প্রতিষ্ঠান রয়েছে।
মার্কেট শেয়ারের বিচারে POSCO, NUCOR ও JSW STEEL যথাক্রমে বিশ্বের ৬ ষ্ঠ, ১৫ তম ও ১৯ তম বৃহৎ ধাতু-শিল্প প্রতিষ্ঠান। গর্বের এই মনোনয়নের ফলে জিপিএইচ ইস্পাত আজ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে মাথা উঁচু করে।
বাংলাদেশের জিপিএইচ ইস্পাত লিমিটেড এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস ২০২২-এ ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছে। অর্জনের অগ্রযাত্রায় বিশ্বজুড়ে গর্বের এই স্বীকৃতি বিশ্বসেরা জিপিএইচ ইস্পাতের দৃঢ়তায় এনেছে নতুন অনুপ্রেরণা।
জিপিএইচ ইস্পাত এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস এর ১০ তম আসরে “ইন্ডাস্ট্রি লিডারশিপ অ্যাওয়ার্ড: স্টিল” ক্যাটাগরিতে টানা দ্বিতীয় বছর এবং “ধাতু ও খনি শিল্পের জন্য নতুন প্রযুক্তি” ক্যাটাগরিতে প্রথমবারের মতো ফাইনাল রাউন্ডের জন্য মনোনয়ন অর্জন করেছে।
যুক্তরাজ্যের লন্ডনে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ধাতু-শিল্প সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বে এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস এর আয়োজন সম্পন্ন হয়। সেরাদের কর্মক্ষমতা এবং বিভিন্ন পর্যায়ে ধাতু ও খনি শিল্পে অবদানের স্বীকৃতিতে অনুষ্ঠিত হয় বিশেষ সম্মাননা প্রদানের এই আয়োজন। প্রাক্তন নিয়ন্ত্রক, শীর্ষস্থানীয় ধাতু-শিল্প প্রতিষ্ঠানসমূহের সাবেক প্রধান, প্রখ্যাত শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ধাতু বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত প্যানেল কর্তৃক চূড়ান্ত প্রতিযোগীরা নির্বাচিত হয়।
জিপিএইচ ইস্পাত যে দুই ক্যাটাগরিতে মনোনীত হয়েছে সেখানে জিপিএইচ ইস্পাতের সঙ্গে বিজয়ী হওয়ার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে বৃহদায়তন ইস্পাত শিল্প প্রতিষ্ঠান, যেখানে “ইন্ডাস্ট্রি লিডারশিপ অ্যাওয়ার্ড: স্টিল” ক্যাটাগরিতে POSCO, NUCOR, JSW STEEL, GERDAU ও অন্যান্যরা এবং “ধাতু ও খনি শিল্পের জন্য নতুন প্রযুক্তি” ক্যাটাগরিতে ALCOA, EVERGUARD, JSW STEEL-সহ আরও বিশ্বনন্দিত সব প্রতিষ্ঠান রয়েছে।
মার্কেট শেয়ারের বিচারে POSCO, NUCOR ও JSW STEEL যথাক্রমে বিশ্বের ৬ ষ্ঠ, ১৫ তম ও ১৯ তম বৃহৎ ধাতু-শিল্প প্রতিষ্ঠান। গর্বের এই মনোনয়নের ফলে জিপিএইচ ইস্পাত আজ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে মাথা উঁচু করে।
‘Winning Together’ (একসঙ্গে বিজয় অর্জন) এই স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল)-এর বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫।
১ ঘণ্টা আগেএনবিআর বিলুপ্তির প্রতিবাদে তিন কার্যদিবস কলমবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে আজ মঙ্গলবার আগারগাঁওয়ে মানববন্ধন হয়। গতকাল সোমবার রাতে সরকার এনবিআর বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম কমেছে। আন্তর্জাতিক রুটে লিটারপ্রতি ৭৫ সেন্ট থেকে কমিয়ে ৬০ সেন্ট নির্ধারণ করা হয়েছে। আর অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩ দশমিক ৫৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৩ ঘণ্টা আগেমোবাইলে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়েছে। গত ৭ মে হাইকোর্টের রায় ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে আবেদনকারীকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করতে নির্দেশ দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে