বাংলাদেশের জিপিএইচ ইস্পাত লিমিটেড এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস ২০২২-এ ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছে। অর্জনের অগ্রযাত্রায় বিশ্বজুড়ে গর্বের এই স্বীকৃতি বিশ্বসেরা জিপিএইচ ইস্পাতের দৃঢ়তায় এনেছে নতুন অনুপ্রেরণা।
জিপিএইচ ইস্পাত এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস এর ১০ তম আসরে “ইন্ডাস্ট্রি লিডারশিপ অ্যাওয়ার্ড: স্টিল” ক্যাটাগরিতে টানা দ্বিতীয় বছর এবং “ধাতু ও খনি শিল্পের জন্য নতুন প্রযুক্তি” ক্যাটাগরিতে প্রথমবারের মতো ফাইনাল রাউন্ডের জন্য মনোনয়ন অর্জন করেছে।
যুক্তরাজ্যের লন্ডনে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ধাতু-শিল্প সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বে এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস এর আয়োজন সম্পন্ন হয়। সেরাদের কর্মক্ষমতা এবং বিভিন্ন পর্যায়ে ধাতু ও খনি শিল্পে অবদানের স্বীকৃতিতে অনুষ্ঠিত হয় বিশেষ সম্মাননা প্রদানের এই আয়োজন। প্রাক্তন নিয়ন্ত্রক, শীর্ষস্থানীয় ধাতু-শিল্প প্রতিষ্ঠানসমূহের সাবেক প্রধান, প্রখ্যাত শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ধাতু বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত প্যানেল কর্তৃক চূড়ান্ত প্রতিযোগীরা নির্বাচিত হয়।
জিপিএইচ ইস্পাত যে দুই ক্যাটাগরিতে মনোনীত হয়েছে সেখানে জিপিএইচ ইস্পাতের সঙ্গে বিজয়ী হওয়ার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে বৃহদায়তন ইস্পাত শিল্প প্রতিষ্ঠান, যেখানে “ইন্ডাস্ট্রি লিডারশিপ অ্যাওয়ার্ড: স্টিল” ক্যাটাগরিতে POSCO, NUCOR, JSW STEEL, GERDAU ও অন্যান্যরা এবং “ধাতু ও খনি শিল্পের জন্য নতুন প্রযুক্তি” ক্যাটাগরিতে ALCOA, EVERGUARD, JSW STEEL-সহ আরও বিশ্বনন্দিত সব প্রতিষ্ঠান রয়েছে।
মার্কেট শেয়ারের বিচারে POSCO, NUCOR ও JSW STEEL যথাক্রমে বিশ্বের ৬ ষ্ঠ, ১৫ তম ও ১৯ তম বৃহৎ ধাতু-শিল্প প্রতিষ্ঠান। গর্বের এই মনোনয়নের ফলে জিপিএইচ ইস্পাত আজ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে মাথা উঁচু করে।
বাংলাদেশের জিপিএইচ ইস্পাত লিমিটেড এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস ২০২২-এ ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয়েছে। অর্জনের অগ্রযাত্রায় বিশ্বজুড়ে গর্বের এই স্বীকৃতি বিশ্বসেরা জিপিএইচ ইস্পাতের দৃঢ়তায় এনেছে নতুন অনুপ্রেরণা।
জিপিএইচ ইস্পাত এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস এর ১০ তম আসরে “ইন্ডাস্ট্রি লিডারশিপ অ্যাওয়ার্ড: স্টিল” ক্যাটাগরিতে টানা দ্বিতীয় বছর এবং “ধাতু ও খনি শিল্পের জন্য নতুন প্রযুক্তি” ক্যাটাগরিতে প্রথমবারের মতো ফাইনাল রাউন্ডের জন্য মনোনয়ন অর্জন করেছে।
যুক্তরাজ্যের লন্ডনে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ধাতু-শিল্প সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বে এস অ্যান্ড পি গ্লোবাল মেটালস অ্যাওয়ার্ডস এর আয়োজন সম্পন্ন হয়। সেরাদের কর্মক্ষমতা এবং বিভিন্ন পর্যায়ে ধাতু ও খনি শিল্পে অবদানের স্বীকৃতিতে অনুষ্ঠিত হয় বিশেষ সম্মাননা প্রদানের এই আয়োজন। প্রাক্তন নিয়ন্ত্রক, শীর্ষস্থানীয় ধাতু-শিল্প প্রতিষ্ঠানসমূহের সাবেক প্রধান, প্রখ্যাত শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ধাতু বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত প্যানেল কর্তৃক চূড়ান্ত প্রতিযোগীরা নির্বাচিত হয়।
জিপিএইচ ইস্পাত যে দুই ক্যাটাগরিতে মনোনীত হয়েছে সেখানে জিপিএইচ ইস্পাতের সঙ্গে বিজয়ী হওয়ার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে বৃহদায়তন ইস্পাত শিল্প প্রতিষ্ঠান, যেখানে “ইন্ডাস্ট্রি লিডারশিপ অ্যাওয়ার্ড: স্টিল” ক্যাটাগরিতে POSCO, NUCOR, JSW STEEL, GERDAU ও অন্যান্যরা এবং “ধাতু ও খনি শিল্পের জন্য নতুন প্রযুক্তি” ক্যাটাগরিতে ALCOA, EVERGUARD, JSW STEEL-সহ আরও বিশ্বনন্দিত সব প্রতিষ্ঠান রয়েছে।
মার্কেট শেয়ারের বিচারে POSCO, NUCOR ও JSW STEEL যথাক্রমে বিশ্বের ৬ ষ্ঠ, ১৫ তম ও ১৯ তম বৃহৎ ধাতু-শিল্প প্রতিষ্ঠান। গর্বের এই মনোনয়নের ফলে জিপিএইচ ইস্পাত আজ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে মাথা উঁচু করে।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্পূর্ণরূপে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন গঠিত এ পর্ষদে আগের কোনো পরিচালককে রাখা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত ছয় সদস্যের নতুন পর্ষদে পাঁচজন স্বতন্ত্র ও একজন উদ্যোক্তা পরিচালক রয়েছেন। আজ মঙ্গলবার (১৯ আগস্ট)
১ ঘণ্টা আগেদেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে এই তিন কার্গো এলএনজি আনতে ব্যয় হবে ১ হাজার ৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত
২ ঘণ্টা আগেসভায় জানানো হয়, এ মেলায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে বিভিন্ন খাতের ৮৫০ জন উদ্যোক্তা আবেদন করেছেন। শিগগির যাচাই-বাছাই শেষে অংশগ্রহণের জন্য যোগ্য উদ্যোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে।
২ ঘণ্টা আগেএক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এনবিআরের কর প্রশাসন থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হুসেন।
৩ ঘণ্টা আগে