বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মশালা এবং টিকাপ্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
গতকাল বৃহস্পতিবার দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
মূলত নিজ কর্মীদের হেপাটাইটিস ব্যাধি থেকে মুক্ত রাখতে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করে ‘নগদ’। কর্মসূচির আওতায় নগদ-এর সকল কর্মীর জন্য হেপাটাইটিস-বি প্রতিষেধক টিকা দেওয়ার আয়োজন করা হয়। এদিন নগদ-এর শতাধিক কর্মী হেপাটাইটিস-বি টিকা নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন নগদ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান এবং ডিরেক্টর-হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন শাহারিয়ার সাঈদসহ প্রতিষ্ঠানের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত ২৬ জুলাই নগদ-এর প্রধান কার্যালয়ের সকল কর্মীদেরকে নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান করে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা পার্টনার ‘মাই ডক্টর’। সেখানে হেপাটাইটিস ভাইরাসের ভয়াবহতা, এর ফল ও প্রতিরোধে করণীয় সম্পর্কে সকলকে অবহিত করা হয়।
হেপাটাইটিস একটি ঘাতক ভাইরাস-যা পানি, রক্তসঞ্চালনসহ বিভিন্ন মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়। এর মধ্যে হেপাটাইটিস বি ও সি অত্যন্ত বিপজ্জনক। এই মরণ-ভাইরাস থেকে বাঁচার জন্য বেশ কিছুদিন ধরেই সারা পৃথিবীতে হেপাটাইটিস-বি এর বিরুদ্ধে টিকাপ্রদান চলছে। সেই লক্ষ্যেই সচেতনতামূলক এই কাজ পরিচালনা করছে ‘নগদ’।
কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি হেপাটাইটিস টিকা প্রদান কর্মসূচি পালন করে। এদিন প্রথম ডোজ নেওয়ার পর বাকি দুটি ডোজও যথাযথ সময়ে নগদ-এর প্রধান কার্যালয়ে একইভাবে দেওয়া হবে।
এই টিকাদান ও সচেতনতা কর্মসূচি সম্পর্কে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা জানি, হেপাটাইটিস সারা বিশ্বে ভয়ানক এক ঘাতক ভাইরাস হিসেবে বিস্তার করছে। শিশু ও অসুস্থ মানুষদের পাশাপাশি আমরা যারা অফিসে কাজ করি তাদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। নগদ পরিবারের সবাইকে এই ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষ্যেই আমাদের আজকের এই কর্মসূচি। নগদ সবসময়ই কর্মীদের স্বাস্থ্যের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। সে জন্য আমাদের কর্মীদের স্বাস্থ্যবিমা ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থাও আছে। এই ধারাবাহিকতায় বিশ্ব হেপাটাইটিস দিবসে আমরা সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। সেই সঙ্গে আমাদের কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজন করা হয় এই টিকাদান কর্মসূচি।’
নগদ-এর প্রধান কার্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও টিকাদানের পুরো ব্যাপারটি পরিচালনা করে ‘নগদ’-এর স্বাস্থ্যসেবা পার্টনার ‘মাই ডক্টর’। প্রতিষ্ঠানটির মাধ্যমে ‘নগদ’ তার প্রত্যেক কর্মীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। যে কোনো সময় এই প্রতিষ্ঠানের নম্বরে ফোন দিয়ে নগদ-কর্মীরা স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। এ ছাড়া নির্দিষ্ট সময়ে নগদ-এর প্রধান কার্যালয়ে ‘মাই ডক্টর’-এর চিকিৎসক সেবা প্রদান করেন।
এর আগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে ‘নগদ’ কর্তৃপক্ষ কর্মীদের সুরক্ষা কার্যক্রম বৃদ্ধি করতে গিয়ে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করে। সে সময় ‘নগদ’-এর কর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে পাঁচ লাখ টাকার চিকিৎসা প্যাকেজ পেয়েছেন। নিয়মিত কর্মীদের বাইরেও অনিয়মিত কর্মী এমনকি নগদ-এর উদ্যোক্তারাও এই সুবিধার আওতায় ছিলেন।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মশালা এবং টিকাপ্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
গতকাল বৃহস্পতিবার দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
মূলত নিজ কর্মীদের হেপাটাইটিস ব্যাধি থেকে মুক্ত রাখতে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করে ‘নগদ’। কর্মসূচির আওতায় নগদ-এর সকল কর্মীর জন্য হেপাটাইটিস-বি প্রতিষেধক টিকা দেওয়ার আয়োজন করা হয়। এদিন নগদ-এর শতাধিক কর্মী হেপাটাইটিস-বি টিকা নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন নগদ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান এবং ডিরেক্টর-হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন শাহারিয়ার সাঈদসহ প্রতিষ্ঠানের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত ২৬ জুলাই নগদ-এর প্রধান কার্যালয়ের সকল কর্মীদেরকে নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান করে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা পার্টনার ‘মাই ডক্টর’। সেখানে হেপাটাইটিস ভাইরাসের ভয়াবহতা, এর ফল ও প্রতিরোধে করণীয় সম্পর্কে সকলকে অবহিত করা হয়।
হেপাটাইটিস একটি ঘাতক ভাইরাস-যা পানি, রক্তসঞ্চালনসহ বিভিন্ন মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়। এর মধ্যে হেপাটাইটিস বি ও সি অত্যন্ত বিপজ্জনক। এই মরণ-ভাইরাস থেকে বাঁচার জন্য বেশ কিছুদিন ধরেই সারা পৃথিবীতে হেপাটাইটিস-বি এর বিরুদ্ধে টিকাপ্রদান চলছে। সেই লক্ষ্যেই সচেতনতামূলক এই কাজ পরিচালনা করছে ‘নগদ’।
কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি হেপাটাইটিস টিকা প্রদান কর্মসূচি পালন করে। এদিন প্রথম ডোজ নেওয়ার পর বাকি দুটি ডোজও যথাযথ সময়ে নগদ-এর প্রধান কার্যালয়ে একইভাবে দেওয়া হবে।
এই টিকাদান ও সচেতনতা কর্মসূচি সম্পর্কে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা জানি, হেপাটাইটিস সারা বিশ্বে ভয়ানক এক ঘাতক ভাইরাস হিসেবে বিস্তার করছে। শিশু ও অসুস্থ মানুষদের পাশাপাশি আমরা যারা অফিসে কাজ করি তাদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। নগদ পরিবারের সবাইকে এই ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষ্যেই আমাদের আজকের এই কর্মসূচি। নগদ সবসময়ই কর্মীদের স্বাস্থ্যের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। সে জন্য আমাদের কর্মীদের স্বাস্থ্যবিমা ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থাও আছে। এই ধারাবাহিকতায় বিশ্ব হেপাটাইটিস দিবসে আমরা সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। সেই সঙ্গে আমাদের কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজন করা হয় এই টিকাদান কর্মসূচি।’
নগদ-এর প্রধান কার্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও টিকাদানের পুরো ব্যাপারটি পরিচালনা করে ‘নগদ’-এর স্বাস্থ্যসেবা পার্টনার ‘মাই ডক্টর’। প্রতিষ্ঠানটির মাধ্যমে ‘নগদ’ তার প্রত্যেক কর্মীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। যে কোনো সময় এই প্রতিষ্ঠানের নম্বরে ফোন দিয়ে নগদ-কর্মীরা স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। এ ছাড়া নির্দিষ্ট সময়ে নগদ-এর প্রধান কার্যালয়ে ‘মাই ডক্টর’-এর চিকিৎসক সেবা প্রদান করেন।
এর আগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতে ‘নগদ’ কর্তৃপক্ষ কর্মীদের সুরক্ষা কার্যক্রম বৃদ্ধি করতে গিয়ে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করে। সে সময় ‘নগদ’-এর কর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে পাঁচ লাখ টাকার চিকিৎসা প্যাকেজ পেয়েছেন। নিয়মিত কর্মীদের বাইরেও অনিয়মিত কর্মী এমনকি নগদ-এর উদ্যোক্তারাও এই সুবিধার আওতায় ছিলেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
৯ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৯ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
৯ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১৭ ঘণ্টা আগে