কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের বিমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে মেটলাইফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রাইম ব্যাংক। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের ৯ হাজার ৬০০ জনেরও বেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে বিমা কাভারেজ দেবে মেটলাইফ।
কর্মীদের জন্য বিমা সুরক্ষা প্রদান কর্মক্ষেত্রে তাঁদের নিরাপদ এবং মনোযোগী থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমা সুরক্ষা সংকটময় সময়ে কর্মী ও তাঁদের পরিবারের ওপর আর্থিক চাপ যেমন কমায় তেমনি কর্মীদের কল্যাণের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিকে প্রমাণ করে।
কাস্টমাইজড বিমা সেবা, বিমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বিমা সেবা দেওয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করে প্রাইম ব্যাংক।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।
এ চুক্তি নিয়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংকে আমরা সব সময়ই আমাদের কর্মীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে, মেটলাইফ বাংলাদেশের সঙ্গে নতুন এই চুক্তি আমাদের কর্মী এবং তাঁদের পরিবার সদস্যদের ব্যাংকের সঙ্গে তাদের যাত্রাকে আরও নিরাপদ এবং সহজ করে তুলবে।’
মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘কর্মীদের সুরক্ষায় প্রাইম ব্যাংকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কর্মীদের প্রাধান্য দিলে সেই প্রতিষ্ঠানের সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রতিষ্ঠানগুলোর কর্মী ও তাঁদের পরিবারের জন্য একটি সুরক্ষিত ও শক্তিশালী ভবিষ্যৎ গড়তে সহায়তা করার চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবেই আমরা বিমা সেবা দিয়ে আসছি।’
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই রিটেইল ও করপোরেট ব্যাংকিংয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রাইম ব্যাংক। ১৪৬টি শাখা এবং ১৪০টি জায়গায় ১৫৩টি এটিএম বুথের মাধ্যমে সারা দেশে নিজেদের বিস্তৃত কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি।
বাংলাদেশে ৯০০ টিরও বেশি প্রতিষ্ঠান এবং ১০ লাখেরও বেশি গ্রাহকদের বিমা সেবা দিয়েছে মেটলাইফ। গত ছয় বছরে মেটলাইফ বাংলাদেশ ১০ হাজার ৫০০ কোটি টাকারও বেশি বিমাদাবি নিষ্পত্তি করা হয়েছে।
কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের বিমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে মেটলাইফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রাইম ব্যাংক। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের ৯ হাজার ৬০০ জনেরও বেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে বিমা কাভারেজ দেবে মেটলাইফ।
কর্মীদের জন্য বিমা সুরক্ষা প্রদান কর্মক্ষেত্রে তাঁদের নিরাপদ এবং মনোযোগী থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমা সুরক্ষা সংকটময় সময়ে কর্মী ও তাঁদের পরিবারের ওপর আর্থিক চাপ যেমন কমায় তেমনি কর্মীদের কল্যাণের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিকে প্রমাণ করে।
কাস্টমাইজড বিমা সেবা, বিমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বিমা সেবা দেওয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করে প্রাইম ব্যাংক।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।
এ চুক্তি নিয়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংকে আমরা সব সময়ই আমাদের কর্মীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে, মেটলাইফ বাংলাদেশের সঙ্গে নতুন এই চুক্তি আমাদের কর্মী এবং তাঁদের পরিবার সদস্যদের ব্যাংকের সঙ্গে তাদের যাত্রাকে আরও নিরাপদ এবং সহজ করে তুলবে।’
মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘কর্মীদের সুরক্ষায় প্রাইম ব্যাংকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কর্মীদের প্রাধান্য দিলে সেই প্রতিষ্ঠানের সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রতিষ্ঠানগুলোর কর্মী ও তাঁদের পরিবারের জন্য একটি সুরক্ষিত ও শক্তিশালী ভবিষ্যৎ গড়তে সহায়তা করার চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবেই আমরা বিমা সেবা দিয়ে আসছি।’
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই রিটেইল ও করপোরেট ব্যাংকিংয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রাইম ব্যাংক। ১৪৬টি শাখা এবং ১৪০টি জায়গায় ১৫৩টি এটিএম বুথের মাধ্যমে সারা দেশে নিজেদের বিস্তৃত কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি।
বাংলাদেশে ৯০০ টিরও বেশি প্রতিষ্ঠান এবং ১০ লাখেরও বেশি গ্রাহকদের বিমা সেবা দিয়েছে মেটলাইফ। গত ছয় বছরে মেটলাইফ বাংলাদেশ ১০ হাজার ৫০০ কোটি টাকারও বেশি বিমাদাবি নিষ্পত্তি করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে অক্টোবর মাসের জন্য এলপিজির দাম কেজিতে ২ টাকা ৪৭ পয়সা কমিয়েছে সরকার। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমে ১ হাজার ২৪১ টাকা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে এর দাম ছিল ১ হাজার ২৭০ টাকা।
১ ঘণ্টা আগেএ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, এই রুলস বাস্তবায়ন হলে বিনিয়োগকারীর সঙ্গে স্টক ব্রোকার, স্টক ডিলার ও ইস্যুয়ার কোম্পানির বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে। এতে বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগের ওপর চাপও কমবে।
৩ ঘণ্টা আগেআগস্টে ক্রয় ব্যবস্থাপক সূচক ‘বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস ইনডেক্স’ (পিএমআই) সূচক কমলেও সেপ্টেম্বর মাসে কিছুটা বেড়েছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাংলাদেশের মোট পিএমআই সূচক আগস্টের তুলনায় ০ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৫৯ দশমিক ১-এ দাঁড়িয়েছে, যা ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির সম্প্রসারণের গতি বেড়েছে বলে বোঝা যায়।
৩ ঘণ্টা আগেঅর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমাকে একজন বলেছেন, স্যার, আপনি একটা পেপার লেখেন, একটা ফার্ম ২০ হাজারজনের জবাব দিয়ে দেবে কালকের মধ্যে। তবে দারিদ্র্য নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি স্বীকার করি।’
৪ ঘণ্টা আগে