ঊর্ধ্বগতির মূল্যস্ফীতির চাপ লাঘবে এবং মানুষকে কষ্টের হাত থেকে বাঁচাতে সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ তৎপরতায় বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা ও সম্পৃক্ততা আরও জোরদারের প্রস্তাব করেছেন এনজিও প্রতিনিধিরা। বলেছেন, এতে মানুষের কর্মসংস্থান ও আয়-রোজগার বাড়বে, যা তাদের ক্রয়ক্ষমতাকেও বাড়াবে। পাশাপাশি সহায়ক পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেছেন তাঁরা।
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে আয়োজিত বৈঠকে এভাবেই এনজিওর প্রতিনিধিরা তাঁদের অবস্থান তুলে ধরেন। প্রকাশ করেন জমে থাকা বেদনা ও দাবি দাওয়া। পাশাপাশি দেন সুচিন্তিত মতামত।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে বৈঠকে ঢাকা ও ঢাকার বাইরে মিলে ৭৮ জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। পরে বৈঠক শেষে বিষয়বস্তু তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন ড. দেবপ্রিয়। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. সেলিম রায়হানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বিগত সময় দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অবদানের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) চায় স্বীকৃতি পেতে। এ বিষয়ে এনজিও প্রতিনিধিরা বলেছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের যে উন্নয়ন ঘটেছে, সেখানে এনজিওগুলোই ছিল তার মুখ্য ভূমিকায়। এই বিবেচনায় তাদের অবদান অনেক বড় হলেও রাষ্ট্রীয়ভাবে কখনোই তার স্বীকৃতি তাদের ভাগ্যে জোটেনি।
উল্টো উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখতে গিয়ে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পেয়েছেন চরম অসহযোগিতা। কখনো কখনো সরকারি নীতিমালার কারণে বাধাগ্রস্ত হতে হয়েছে। পাশাপাশি তাদের ছড়ানো জালে পড়েছেন দুর্নীতির কবলে। বিদেশি মিশনের হয়রানি থেকেও ছিলেন না সুরক্ষিত। পরিবর্তিত প্রেক্ষাপটে আগামীর কর্মকাণ্ডে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান দেখতে চান তাঁরা।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, বৈঠকে আরও বলা হয়েছে, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী, সমতল ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু, শিশুশ্রম ও বাল্যবিবাহের জন্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নানা কর্মসূচি গ্রহণ করতে হবে। এ বিষয়ে তাঁরা বিস্তারিত তুলে ধরেছেন। পাশাপাশি টাকা লেনদেনের ডিজিটাল পদ্ধতি, ভাতা প্রদান, উপবৃত্তিসহ বিভিন্ন সরকারি আর্থিক সেবা প্রদানে যে দুর্নীতি আছে, সেগুলো দূর করতে হবে। এককথায় সরকারি ব্যবস্থাপনা স্বচ্ছ, কার্যকর ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
ঊর্ধ্বগতির মূল্যস্ফীতির চাপ লাঘবে এবং মানুষকে কষ্টের হাত থেকে বাঁচাতে সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ তৎপরতায় বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা ও সম্পৃক্ততা আরও জোরদারের প্রস্তাব করেছেন এনজিও প্রতিনিধিরা। বলেছেন, এতে মানুষের কর্মসংস্থান ও আয়-রোজগার বাড়বে, যা তাদের ক্রয়ক্ষমতাকেও বাড়াবে। পাশাপাশি সহায়ক পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেছেন তাঁরা।
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে আয়োজিত বৈঠকে এভাবেই এনজিওর প্রতিনিধিরা তাঁদের অবস্থান তুলে ধরেন। প্রকাশ করেন জমে থাকা বেদনা ও দাবি দাওয়া। পাশাপাশি দেন সুচিন্তিত মতামত।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে বৈঠকে ঢাকা ও ঢাকার বাইরে মিলে ৭৮ জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। পরে বৈঠক শেষে বিষয়বস্তু তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন ড. দেবপ্রিয়। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. সেলিম রায়হানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বিগত সময় দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অবদানের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) চায় স্বীকৃতি পেতে। এ বিষয়ে এনজিও প্রতিনিধিরা বলেছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের যে উন্নয়ন ঘটেছে, সেখানে এনজিওগুলোই ছিল তার মুখ্য ভূমিকায়। এই বিবেচনায় তাদের অবদান অনেক বড় হলেও রাষ্ট্রীয়ভাবে কখনোই তার স্বীকৃতি তাদের ভাগ্যে জোটেনি।
উল্টো উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখতে গিয়ে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পেয়েছেন চরম অসহযোগিতা। কখনো কখনো সরকারি নীতিমালার কারণে বাধাগ্রস্ত হতে হয়েছে। পাশাপাশি তাদের ছড়ানো জালে পড়েছেন দুর্নীতির কবলে। বিদেশি মিশনের হয়রানি থেকেও ছিলেন না সুরক্ষিত। পরিবর্তিত প্রেক্ষাপটে আগামীর কর্মকাণ্ডে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান দেখতে চান তাঁরা।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, বৈঠকে আরও বলা হয়েছে, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী, সমতল ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু, শিশুশ্রম ও বাল্যবিবাহের জন্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নানা কর্মসূচি গ্রহণ করতে হবে। এ বিষয়ে তাঁরা বিস্তারিত তুলে ধরেছেন। পাশাপাশি টাকা লেনদেনের ডিজিটাল পদ্ধতি, ভাতা প্রদান, উপবৃত্তিসহ বিভিন্ন সরকারি আর্থিক সেবা প্রদানে যে দুর্নীতি আছে, সেগুলো দূর করতে হবে। এককথায় সরকারি ব্যবস্থাপনা স্বচ্ছ, কার্যকর ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
জনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
৬ ঘণ্টা আগেহজ মৌসুমে সম্মানিত হজযাত্রীদের জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। ২৮ এপ্রিল হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন আজ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রর মাধ্যমে প্রতি সপ্তাহে ৩টি করে
৯ ঘণ্টা আগেএনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি আবদুস সালাম (উদ্যোক্তা পরিচালক) সর্বসম্মতিক্রমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠানের খবর, করপোরেট, ব্যাংক, বিজ্ঞপ্তি, এনসিসি ব্যাংক
৯ ঘণ্টা আগে