বাসস, ঢাকা
দেশের গুরুত্বপূর্ণ দু’টি গ্যাসক্ষেত্র তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে গ্যাসের মজুদের উপস্থিতি নিশ্চিত করতে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
এই লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ‘তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খনন’ শীর্ষক একটি খসড়া প্রকল্প প্রণয়ন করেছে। এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি টাকা এবং প্রকল্পটি জুন ২০২৭ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার দিবে ৫৫৮ কোটি ৬০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থা নিজস্ব তহবিল থেকে দিবে ২৩৯ কোটি ৪০ লাখ টাকা।
প্রকল্পটি বাস্তবায়িত হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়।
জানা গেছে, প্রকল্পের খসড়া আগামীকাল একনেক সভায় উপস্থাপন করা হতে পারে। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিতব্য এই সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বাসস’কে জানিয়েছেন, প্রকল্পের মূল উদ্দেশ্য হলো তিতাস কূপ কাঠামোর ৫ হাজার ৬শ’ মিটার এবং বাখরাবাদ কূপ কাঠামোর ৪ হাজার ৩৬০ মিটার গভীরতায় দুটি অনুসন্ধান কূপ খননের মাধ্যমে গ্যাসের সম্ভাব্য মজুদ নিশ্চিত করা।
তিনি আরো জানান, বিজিএফসিএলের গঠিত কারিগরি কমিটি ও পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী আগায়, তবে প্রকল্প বাস্তবায়নের পর তিতাস গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট এবং বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া সম্ভব হবে। প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খনন, তৃতীয় পক্ষের ইঞ্জিনিয়ারিং কার্যক্রম, রিগ নির্মাণ ও সমন্বিত ড্রিলিং কার্যক্রমে বিদেশি পরামর্শক নিয়োগ। এছাড়া একটি ৫ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ গ্যাস সংগ্রহ পাইপলাইনও স্থাপন করা হবে।
পরিকল্পনা কমিশনের ওই কর্মকর্তা আরো জানান, প্রকল্পটির রাষ্ট্রীয় গুরুত্ব বিবেচনায় অর্থ বিভাগ প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করবে। প্রকল্পের অধীনে প্রয়োজনীয় ক্রয় পরিকল্পনাও ২০০৬ সালের সরকারি ক্রয় আইন ও ২০০৮ সালের সরকারি ক্রয় বিধিমালার আলোকে চূড়ান্ত করা হয়েছে।
প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষণ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) দ্বারা সম্পাদিত এবং পর্যালোচনা করা হয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ দু’টি গ্যাসক্ষেত্র তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে গ্যাসের মজুদের উপস্থিতি নিশ্চিত করতে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
এই লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ‘তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খনন’ শীর্ষক একটি খসড়া প্রকল্প প্রণয়ন করেছে। এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি টাকা এবং প্রকল্পটি জুন ২০২৭ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার দিবে ৫৫৮ কোটি ৬০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থা নিজস্ব তহবিল থেকে দিবে ২৩৯ কোটি ৪০ লাখ টাকা।
প্রকল্পটি বাস্তবায়িত হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়।
জানা গেছে, প্রকল্পের খসড়া আগামীকাল একনেক সভায় উপস্থাপন করা হতে পারে। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিতব্য এই সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বাসস’কে জানিয়েছেন, প্রকল্পের মূল উদ্দেশ্য হলো তিতাস কূপ কাঠামোর ৫ হাজার ৬শ’ মিটার এবং বাখরাবাদ কূপ কাঠামোর ৪ হাজার ৩৬০ মিটার গভীরতায় দুটি অনুসন্ধান কূপ খননের মাধ্যমে গ্যাসের সম্ভাব্য মজুদ নিশ্চিত করা।
তিনি আরো জানান, বিজিএফসিএলের গঠিত কারিগরি কমিটি ও পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী আগায়, তবে প্রকল্প বাস্তবায়নের পর তিতাস গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট এবং বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া সম্ভব হবে। প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খনন, তৃতীয় পক্ষের ইঞ্জিনিয়ারিং কার্যক্রম, রিগ নির্মাণ ও সমন্বিত ড্রিলিং কার্যক্রমে বিদেশি পরামর্শক নিয়োগ। এছাড়া একটি ৫ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ গ্যাস সংগ্রহ পাইপলাইনও স্থাপন করা হবে।
পরিকল্পনা কমিশনের ওই কর্মকর্তা আরো জানান, প্রকল্পটির রাষ্ট্রীয় গুরুত্ব বিবেচনায় অর্থ বিভাগ প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করবে। প্রকল্পের অধীনে প্রয়োজনীয় ক্রয় পরিকল্পনাও ২০০৬ সালের সরকারি ক্রয় আইন ও ২০০৮ সালের সরকারি ক্রয় বিধিমালার আলোকে চূড়ান্ত করা হয়েছে।
প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষণ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) দ্বারা সম্পাদিত এবং পর্যালোচনা করা হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
২ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৩ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
৩ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১০ ঘণ্টা আগে