নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিল্পোন্নয়নের জন্য সরকারের ইন্ডাস্ট্রিয়াল পলিসি ২০২২–এ ১৭টি অগ্রাধিকার খাত নির্ধারণ করেছে সরকার। আর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১২ টির বেশি অগ্রাধিকার খাতের কথা বলা হয়েছিল। তবে অর্থনীতিবিদেরা বলছেন, অনেক বেশি অগ্রাধিকার খাত শিল্পের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। তাই অগ্রাধিকার খাত কমিয়ে আনার পরামর্শ তাঁদের।
আজ রোববার ‘আনপ্যাকিং দ্য ইকোনমিক ম্যানিফেসটো অব দ্য আওয়ামী লীগ: ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর টুমরোস বাংলাদেশ’ সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।
‘অ্যাসপিরেশন অ্যান্ড রিয়্যালিটি: ইলেকশন ম্যানিফেসটো অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রবন্ধে বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল বলেন, দ্রুত শিল্পোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ খাত নির্বাচন করা জরুরি। চীন বর্তমানে যেসব পণ্য উৎপাদন করছে। ১০ বছর পর সেগুলো করবে না। বাংলাদেশের এই সুযোগটা নেওয়া উচিত।
তিনি বলেন, ১৯৮৫ সালের আগে দক্ষিণ কোরিয়ার প্রধান শিল্প ছিল বস্ত্র, কিন্তু ১৯৯০ সালের মধ্যে সেটি চলে আসে ইলেকট্রনিকসে।
অপর সেশনে সেমিনারের সভাপতি ও বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন বলেন, ‘অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বাংলাদেশকে আরও বেশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে হবে এবং এফডিআই প্রবাহের ভূ–অর্থনীতি সম্পর্কে সৃজনশীলভাবে চিন্তা করতে হবে।’
তিনি বলেন, ‘আমদানি শুল্ক এবং বাণিজ্য কর থেকে প্রত্যক্ষ কর (আয়কর, সম্পদ কর এবং উত্তরাধিকার কর) আহরণে আরও আর্থিক প্রচেষ্টা প্রয়োজন। মধ্যম আয়ের অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে আমাদের ১৫–১৭ শতাংশ কর–জিডিপি অনুপাত প্রয়োজন। আমাদের প্রতি দশমিক ৫০ শতাংশ পয়েন্টে বাড়াতে হবে। তাহলে মোট বিনিয়োগ–জিডিপি অনুপাত ৩২ শতাংশ থেকে ৩৪ শতাংশে উন্নীত করা যাবে।’
এই সেশনের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম বলেন, ‘ইশতেহারের চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে হলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এর জন্য অর্থ সরবরাহ এবং মুদ্রানীতির মতো সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছে, যার সুফল আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি।’
বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন বলেন, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকদের সমন্বয়ে গঠিত একটি ব্যাংকিং কমিশন গঠন করা ক্ষমতাসীন দল নির্বাচনী ইশতেহারে সংস্কারের প্রতিশ্রুতি পূরণের পক্ষে কার্যকর হতে পারে।
দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘আমরা অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে উঠে এসেছি। জার্মানি, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করেছে, আরও আশার অপেক্ষায় রয়েছে।’
শিল্পোন্নয়নের জন্য সরকারের ইন্ডাস্ট্রিয়াল পলিসি ২০২২–এ ১৭টি অগ্রাধিকার খাত নির্ধারণ করেছে সরকার। আর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১২ টির বেশি অগ্রাধিকার খাতের কথা বলা হয়েছিল। তবে অর্থনীতিবিদেরা বলছেন, অনেক বেশি অগ্রাধিকার খাত শিল্পের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। তাই অগ্রাধিকার খাত কমিয়ে আনার পরামর্শ তাঁদের।
আজ রোববার ‘আনপ্যাকিং দ্য ইকোনমিক ম্যানিফেসটো অব দ্য আওয়ামী লীগ: ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর টুমরোস বাংলাদেশ’ সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।
‘অ্যাসপিরেশন অ্যান্ড রিয়্যালিটি: ইলেকশন ম্যানিফেসটো অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রবন্ধে বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল বলেন, দ্রুত শিল্পোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ খাত নির্বাচন করা জরুরি। চীন বর্তমানে যেসব পণ্য উৎপাদন করছে। ১০ বছর পর সেগুলো করবে না। বাংলাদেশের এই সুযোগটা নেওয়া উচিত।
তিনি বলেন, ১৯৮৫ সালের আগে দক্ষিণ কোরিয়ার প্রধান শিল্প ছিল বস্ত্র, কিন্তু ১৯৯০ সালের মধ্যে সেটি চলে আসে ইলেকট্রনিকসে।
অপর সেশনে সেমিনারের সভাপতি ও বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন বলেন, ‘অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বাংলাদেশকে আরও বেশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে হবে এবং এফডিআই প্রবাহের ভূ–অর্থনীতি সম্পর্কে সৃজনশীলভাবে চিন্তা করতে হবে।’
তিনি বলেন, ‘আমদানি শুল্ক এবং বাণিজ্য কর থেকে প্রত্যক্ষ কর (আয়কর, সম্পদ কর এবং উত্তরাধিকার কর) আহরণে আরও আর্থিক প্রচেষ্টা প্রয়োজন। মধ্যম আয়ের অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে আমাদের ১৫–১৭ শতাংশ কর–জিডিপি অনুপাত প্রয়োজন। আমাদের প্রতি দশমিক ৫০ শতাংশ পয়েন্টে বাড়াতে হবে। তাহলে মোট বিনিয়োগ–জিডিপি অনুপাত ৩২ শতাংশ থেকে ৩৪ শতাংশে উন্নীত করা যাবে।’
এই সেশনের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম বলেন, ‘ইশতেহারের চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে হলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এর জন্য অর্থ সরবরাহ এবং মুদ্রানীতির মতো সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছে, যার সুফল আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি।’
বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন বলেন, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকদের সমন্বয়ে গঠিত একটি ব্যাংকিং কমিশন গঠন করা ক্ষমতাসীন দল নির্বাচনী ইশতেহারে সংস্কারের প্রতিশ্রুতি পূরণের পক্ষে কার্যকর হতে পারে।
দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘আমরা অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে উঠে এসেছি। জার্মানি, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করেছে, আরও আশার অপেক্ষায় রয়েছে।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
৮ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৮ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
৮ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১৬ ঘণ্টা আগে